আমাদের কথা খুঁজে নিন

   

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাকে ভোট দিবেন ?? আওয়ামিলীগ নাকি বি এন পি ??

"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল" সিটি কর্পরেশন নির্বাচনে আওয়ামিলীগ বি এন পি হিসাব না করে তুলনামূলক ভাল ও যোগ্য প্রার্থীকেই ভোট দিন । মনে করেন আপনি বি এন পি করেন । আওয়ামিলীগকে একদম দেখতে পারেন না । তাই বলে কি আপনি বি এন পি থেকে মনোনীত একজন স্বপরিচিত চোরকে ভোট দিবেন ? ঠিক একই ভাবে মনে করেন আপনি আওয়ামিলীগ করেন । বি এন পি কে একদম দেখতে পারেন না ।

তাই বলে কি শুধু মাত্র দল প্রীতির কারনে আপনি একজন স্বনামধন্য দূর্নীতিবাজকে ভোট দিবেন ?? এখন প্রশ্ন হল কাকে ভোট দিবেন ? সেক্ষত্রে আপনি নিজের বিবেককে সিদ্ধান্ত প্রদান কারী হিসেবে দাড়ঁ করান । নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন । ভালো-মন্দ বিশ্লেষণ করুন । বিবেক আপনাকে কোন কিছু বিচার-বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে । অবশ্যই ভালো-মন্দ বিশ্লেষণ করুন তারপর সেটা বিশ্বাস করুন।

কখনও অন্যের কথায় পরিচালিত হবেন না। সঠিক বিশ্বাস আর সঠিক সিদ্ধান্তই আপনাকে সবসময়য় সঠিক পথে পরিচালিত করবে । দুই জনের মধ্যে যে তুলনামূলক ভাল তাকেই ভোট দিন । তারপর অন্তত আপনি আপনার বিবেককে জবাব দিতে পারবেন আমার সামনে ঐ দুইজন থেকে তুলনামূলক যাকে আমার ভাল মনে হয়েছে তাকে ভোট দিয়েছি । আমাকে একজনকে ভোট দিতেই হত ।

আমি নিরুপায় ছিলাম। তবে অবশ্যই প্রথমে আপনাকে নিরপেক্ষ দৃষ্টিকোন থেকে চিন্তা করতে হবে। এক মুহুর্তের জন্য ভুলে যেতে হবে আপনি কোন একটা রাজনৈতিক দলের সমর্থক । মনে রাখবেন আপনি যদি শুধু মাত্র দলকানা হওয়ার কারনে জেনে শুনে একজন চোর অথবা দূর্নীতিবাজকে ভোট দিয়ে নির্বাচিত করেন তবে আপনার উপরও কিন্তু সে চুরির দায় থাকবে । আপনিও ঐ দূর্নীতিবাজকে সহযোগীতা করার মাধমে এদেশের ১৮ কোটি মানুষের সাথে বেইমানী করছেন ।

তাই সর্বশেষ অনুরোধ সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন । আপনার ভোট আপনি দিন , যাকে খুশি তাকে দিন । তবে তুলনামূলক ভাল ও যোগ্য প্রার্থীকেই ভোট দিন । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।