আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশর জন্য এক ভয়াবহ বিপদ সংকেত আসন্ন।। (ভারত-চীন সীমান্ত যুদ্ধ আসন্ন)

Amar Bolar kisu silona akhon ase

1962 সালে ভারত-চীন সীমান্ত যুদ্ধে ভারত পরাজয়ের পর ভারত মরিয়া হয়ে উঠে প্রতিশোধের নেশায় । কিন্ত ভারত সম্প্রতি সীমান্ত যুদ্ধে চীনাদের বিরুদ্ধে জয়লাভ করার জন্য এত মরিয়া হয়ে উঠেছে তা বিগত কোন সময়ে দেখা যায়নি । এটি ভয়াবহ ব্যাপার নয় । ভয়াবহ ব্যাপার হলো ভারত যুদ্ধের প্রস্তুতির জন্য বেছে নিয়েছে শিলিগুড়ি । এবং সেখানে তারা আধুনিক সরঞ্জাম সহ দুই ডিভিশন সৈন্য মোতায়েন করেছে ।

পাশপাশি ভারত অত্যন্ত শক্তিশালী আক্রমনের প্রস্তুতি নিচ্ছে । যদি ভারত চীন সীমান্তে আক্রমন করে তবে চীন তো ছেড়ে দিবে না । ফল স্বরুপ চীন-ভারতের ভারী অস্ত্র বাংলাদেশ শিলিগুড়ি কাছে হওয়ায় বাংলাদেশে আক্রমনের সম্ভবনা থেকে যায় । অন্য পক্ষ্যে বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতি এবং ভারত প্রেমী সরকার ক্ষমতায় থাকায় চীনের আক্রমন বাংলা দেশে আসার সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না । অন্যদিকে সিকিম চায় স্বাধীন রাষ্ট্র ।

নেপালে চলছে বাজনৈতিক অস্হিরতা । ভুটান জাতীসংঘের সদস্য হওয়ায় ভারতের পক্ষে যুদ্ধে অংশ নিতে চাচ্ছে না । এমত অবস্হায় দুর্বল বিডিয়ার, আর্মিতে দ্বন্দ । সব দিক বিবেচনায় ভারত, চীন সীমান্তে আক্রমন একটা অশনী সংকেত মনে হচ্ছে । বিস্তারিতঃ 2. http://www.akhonsamoy.com/45/pages/Page_66.htm 1. http://www.akhonsamoy.com/45/Page_01.pdf



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.