আমাদের কথা খুঁজে নিন

   

Study of Failure...

বেচে ছিলাম জন্মাবার সবপ্ন নিয়ে শেষ পর্যন্ত আবারো অন্ধকার সুড়ঙ্গের সূচনা বিন্দুতে এসে দাড়ালাম। কখনোই বুঝতে পারিনি অন্ধকারে প্রন্তবিন্দুর দিকে চলতে চলতে পথ ভুল করে আবারো কখন সূচনা বিন্দুর দিকে যাত্রা শুরু করেছি। যতোটা উপরে উঠেছি বলে ভেবেছি, ঠিক ততোটাই নিচে নেমে গেছি। সুড়ঙ্গের শেষে আলোক শিখা দেখে উল্লসিত হয়েছিলাম... ভেবেছিলাম অন্ধকারে অনিশ্চিত অনন্ত যাত্রার এখানেই সমাপ্তি... এখানেই আমার স্বর্গ... বুঝতে পারিনি এখান থেকেই একদা যাত্রা শুরু করেছিলাম। নোঙ্গর না তুলেই যে নৌকা বাইতে শুরু করেছিলাম। সারারাত্রী প্রাণান্ত পরিশ্রমের শেষে সম্মুখে আশা করেছিলাম উদীয়মান সূর্য আর সবুজ নীলিমা.. এখন দেখি দাড়িয়ে আছি সেই তিমিরেই... একাকী.. তৃষ্ণার্ত... নি:সঙ্গ... বৃত্ত রচনার চেষ্টায় রত ছিলাম... ভুলে গিয়েছিলাম বৃত্তের কোন শেষ থাকে না... থাকে শুধু শুরু... যেখানে শেষ মনে হয়, সেখান থেকেই নতুন সূচনা.. প্রান্ত বিন্দুর পিছু পিছু সব সময় চলতে থাকে সূচনা বিন্দু... আর আমি...??? একটি বিন্দুকে কেন্দ্র করে নিদৃষ্ট দুরত্ব রেখে চলতে চলে ক্লান্ত হয়ে পড়েছি... অন্ধকারে চলতে চলতে আজ আন্ধকারে অভ্যস্ত.. আলোকেই ভয় পাই... আলো জ্বালাতে চেয়েছিলাম.. আজ আলোকে আড়াল করতে চাই.. চাই তাকে নির্বাপিত করতে, সেই সাথে নিজেকে... আচ্ছা আমিকি মৃতদের দলে নাম লিখিয়েছি..?? নাকি তাদের মাঝে হারানোই কি আমার নিয়তি...???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।