আমাদের কথা খুঁজে নিন

   

গোলপের কোথা

আমি মেধায় সাধারণ,আইকিউ লজ্জ্বাজনক,বিশ্বাসে নাস্তিক,তর কে যুক্তিবাদী,সেবায় নিবেদিত,কর্মে ক্লান্তিহীন,সহ যোগীতায় প্রশস্থ হস্ত,ভালবাসায় অন্ধ,মনে প্রাণে উদার আকাশ ,নারী প্রণয়ে ভিতর বাহির উলট-পালট,আগাগোড়া সরল প্রাণ,বন্ধুত্বে শ্রদ্ধাশীল এবং স্বপ্নে স্বাপ্নিক।                  গল্পের সংক্ষিপ্ত রুপ সন্ধামালিকা ভাবিল:মহাবীরের ধর্ম গ্রহণ করিলে কেমন হয় ?আমি তো আর কোনকালেই গৃহে ফিরিয়া যাইব না ;শ্রেণিক আমাকে ধর্ষন করিয়াছিল ...মহাবীরের ধর্ম গ্রহণ করিয়া পথে প্রান্তরে কি গাছের তলায় কিংবা নদীর পারে বাঁচিয়া থাকিলে কেমন হয় ?তা হয় না । সে যে নারী। তাই গুমোট সন্ধায় যখন শ্রেণিক আসিয়া বলিল ,আমি সন্তানের পিতা হতে চাই সন্ধা। তুমি বন্ধ্যা ,তুমি হতে অপারগ ।

আমি আবার বিবাহ করিব । তুমি আমার বাড়ি হতে চলিয়া যাও । তখনই সে স্থির করে জলে ডুবে মরবে। আর হেঁটে হেঁটে ভৈগাই নদীর তীরে পৌঁছলে দেখা মিলে নগ্ন সন্নাসী সুমিত্রের সাথে । তার কাছে জৈন ধর্মের দিগম্বর হওয়ার দর্শন শুনে সন্ধামালিকা ও স্থির করিল মৃত্যু নয় -মোক্ষলাভ করে সন্নাস জীবনই তার কাম্য ।

ঠিক তখন সন্ধার সিদ্ধান্তে সুমিত্র বিভ্রান্ত বোধ করিল । সে একবার সন্ধামালিকার দিকে তাকাল ,আরেকবার আকাশের দিকে তাকাল । সত্যি ই নারী কেন মোক্ষলাভের অধিকারী হইবে না ? মোক্ষের বিধান তো মানুষের জন্য । নারী কি মানুষ নয়?......সন্ধা তুমি মোক্ষলাভের অধিকারী কিনা তাহা আমার একার পক্ষে বলা সম্ভব না । আমার দলের অন্যান্য নির্গন্থরা কি বলে শুনি. নগ্ন সন্নাসীদের কেউই যুতসই যুক্তি দিতে পারে না সন্ধ্যামালিকা কে।

কিন্তু তারা তাকে কিছুতেই নির্গন্থ হতে দিতে চায় না । তাদের জবাব ,তুমি মেয়ে ছেলে মানুষ তুমি কেন বস্ত্র ত্যাগ করবে ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.