আমাদের কথা খুঁজে নিন

   

রেল ষ্টেশনের ভিতর "বোটানিকেল গার্ডেন"

বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক স্পেনের মাদ্রিদ শহরের সবচেয়ে বড় রেল ষ্টেশন Atocha যার ভিতরে রয়েছে অন্যধরনে এক পৃথিবী ৪০০০ স্কয়ার মিটার আয়তনের এই রেল ষ্টেশনের ভিতর রয়েছে গ্রীষ্মমন্ডলীয় বাগান। এই ষ্টেশনের একটা অংশ যেখানে গ্রীন হাউস অবস্থিত ১৮৫১ সালে রেল ষ্টেশন হিসাবে উদ্ভোদন করা হয়। ১৮৯২ সালে আগুনে পুড়ে এই ষ্টেশন ধ্বংস হওয়ার পর বেশ কয়েকবার সংস্কার করার পর ১৯৯২ সালে বর্তমান রূপ ধারন করে । মূল ভবন এখন আর টার্মিনাল হিসাবে ব্যবহূত হয় না, এখানে গড়ে উঠেছে দোকান, ক্যাফে, নাইট ক্লাব এবং চমৎকার গ্রীন হাউস । এই গ্রীন হাউজে রয়েছে সাত হাজারেও বেশী ২৬০ প্রজাতির বিভিন্ন গাছ-পালা, পুকুর যেখানে রয়েছে ২২ প্রজাতির বিভিন্ন মাছ ও কচ্ছপ। গ্রীষ্মের সময় শুষ্ক দাবাদহ যখন কাচের ছাদ ভেদ করে বাগানে পড়ে তখন শত শত ক্ষুদ্র বাস্প কণার সৃষ্টি হয় যা দেখে সত্যিকারের বন মনে হয়। নেট থেকে সংগৃহিত  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।