আমাদের কথা খুঁজে নিন

   

"ঘেঁটু পুত্র কমলা"- কেবল ছোটদের জন্যই নিষিদ্ধ!!!!

ভালোবাসা ভালোবাসি। "ঘেঁটু পুত্র কমলা" ছবিটা এখনো দেখিনাই তবে কাহিনি যা পড়লাম তা অনেকটা এরকমঃ এক ধনী জমিদার, মেয়ে রূপী এক বাচ্চা ছেলের সাথে যৌনসম্পর্ক তৈরি করে। পরবর্তীতে সে ওই জমিদার এর বাড়ীতে তার বউয়ের সতিনের মত বাস করে। এদিকে এই ঘেঁটু পুত্র ওই জমিদারের মেয়ের সাথে বন্ধুত্ব তৈরি করে। যাই হোক ওইডা লইয়া ক্যাঁচক্যাঁচ...এক পর্যায়ে ওই জমিদারের বউ ওই বাচ্চা( ঘেঁটু পুত্র) কে খুন করে।

অনেক আগে ভাটি অঞ্চলের জমিদার রা এইজাতীয় যৌনাচারে লিপ্ত হত, কাহিনি মূলত এর উপরেই নির্মিত। ফ্রান্সে হলে এতক্ষনে অস্কার তস্কার পাইয়া হুলুস্থুল কইরা ফেলত!!! এখন এই গল্প কেন ফেঁদে বসলাম?? বিভিন্ন মহল ব্যাপক সমালোচনার ঝড় তুলছে, ফেবু থেকে শুরু করে ব্লগ, পেপার, টিভি সব যায়গাতেই!! তাদের বক্তব্য এই নিষিদ্ধ যৌনাচার নিয়ে নির্মিত ছবি সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে বাচ্চারা বখে যাবে। হুমায়ূন নিজেও বলে গেছেন উনি এই ছবিকে আডাল্ট ক্যাটাগরি তে মুক্তি দিতে চেয়েছিলেন কিন্তু আমাদের সেন্সর বোর্ডে আবার সে ধরনের ব্যবস্থা নেই। উনি নিজেই এই ছবি বাচ্চাদের দেখতে নিষেধ করেছেন!!! যাই হোক এখন আমার প্রশ্ন হল, যদি নিষিদ্ধ হওয়ার প্রশ্ন আসে তইলে কি কেবলই বাচ্চাদের জন্য নিষিদ্ধ হওয়া উচিত?? বড়দের জন্য কেন নিষিদ্ধ হবেনা এইজন্য রুল জারি করা উচিত না?? দুনিয়ার যাবতীয় কুকর্ম গুলা কিন্তু বড়দের দ্বারাই সংগঠিত হয়।

যাই হোক, সমস্ত দিক বিচার বিবেচনা কইরা বলতেছি যদি নিষিদ্ধ করতেই হয় তইলে ছোট বড় নির্বিশেষে সকলের জন্য নিষিদ্ধ করা উচিত। বড়দের এই একপেশে বক্তব্য এর নিন্দা জানাচ্ছি!!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।