আমাদের কথা খুঁজে নিন

   

এক নজরে উপমহাদেশের সর্বাধুনিক কাশিমপুর কারাগার

গাজীপুর মহানগরীর কাশিমপুরে অবিস্থত উপমহাদেশের অন্যতম আধুনিক ও প্রযুক্তিনির্ভর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হলো কাশিমপুর কারাগার। বলা হয় , বাংলাদেশের তথা উপমহাদেশের ভালো ও সর্বাধুনিক কিছু কারাগার এর মাঝে কাশিমপুর অন্যতম । আজকে এক নজরে আমরা কাশিমপুর কারাগার জানবো ও দেখবো : মোট ব্যায়: ৭৬ কোটি টাকারও বেশি । খাবারের সুবিধা: সরকারি খাবারের পাশাপাশি যদি কেউ বাইরের খাবার খেতে চায়, তার জন্য কারা ক্যান্টিন রয়েছে। বন্দিরা নিজ খরচে বাইরের উন্নত মানের খাবার খেতে পারবেন।

সক্ষম বন্দিরা কারাগারে একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন। সে অ্যাকাউন্টে টাকা জমা হলে বাইরের ক্যান্টিন থেকে যে কোনো সময় যে কোনো খাবারের অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে বন্দির কক্ষে সেই খাবার চলে যাবে। খেলাধূলা ও বিনোদন : প্রতিটি ভবনে দাবা, লুডু ও কেরাম খেলার ব্যবস্থাও রয়েছে। বন্দিরা সময় কাটাতে ওই সব খেলাধূলার পাশাপাশি বিনোদন হিসেবে টেলিভিশন ও দেখতে পারবেন। অন্যান্য সুবিধা : ৬ তলা বিশিষ্ট ১০টি ভবন।

প্রতিটি ভবনের আলাদা আলাদা নাম রয়েছে। নামগুলো হলো-ভাওয়াল, শতাব্দী, গাজী, চন্দ্রা, হিমেল, তমাল, মিলগিরি, তিতাস, সৈকত ও শৈবাল। ১০০০ হাজার বন্দি ধারণ ক্ষমতা সম্পন্ন দক্ষিণ এশিয়ার আধুনিক ও উন্নত প্রযুক্তির এই কারাগারে ডবল ইউনিটের প্রতিটি ভবনের একটি রুমে ৩ জন করে বন্দি থাকবেন। প্রতিটি কক্ষে একটি করে ফ্যান, লাইট ও অ্যাটাচ্‌ড বাথরুম রয়েছে। যে কোনো বন্দি বৈদ্যুতিক ফ্যানের পাশাপাশি চার্জার ফ্যান ব্যবহার করতে পারবেন।

তবে সে ক্ষেত্রে তাকে এর খরচ বহন করতে হবে। নিরাপত্তা ব্যবস্থা : প্রতিটি ভবনে আলাদা আলাদা করে মোট ৩০টি সিসিটিভি বসিয়ে সার্বক্ষণিকভাবে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হয়। নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছিদ্র করতে প্রতিটি ভবনে ১৮ ফুট উঁচু প্যারামিটার ওয়ালের উপর ৫ ফুট ইলেকট্রিক ওয়ারিং (বৈদ্যুতিক তার) করা হয়েছে। এই কারাগারে আর্চওয়ে মেটাল ডিটেক্টর রয়েছে। প্রতিটি ভবনের জন্য একটি করে মাইক্রোফোন সংক্ষেপে পাস রয়েছে।

সুইচ রুমে ১টি নিয়ন্ত্রক পাস ও প্রতিটি ভবনের প্রতি তলায় ২টি করে মোট ১২টি পাস রয়েছে। ১০টি ভবনে মোট ১২০টি পাসের মাধ্যমে বন্দিরা তাদের আত্মীয়-স্বজন ও কারাকর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। কারাগারে ১০টি মোবাইল জ্যামার বসানো হয়েছে। এর মাধ্যমে কারাগার এলাকায় মোবাইল নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা হচ্ছে। কারাগারের পুরো নিরাপত্তা মনিটরিং করতে ১০টি ভবন ঘিরে রয়েছে ৩টি উঁচু ওয়াচ টাওয়ার।

কোনো বন্দি বা কে কি করছেন তার সব কিছুই পর্যবেক্ষণ করা সম্ভব ওয়াচ টাওয়ার থেকে। রেফারেন্স : ১। মধ্যরাতে স্ত্রী-সন্তান হত্যাকারীর ফাঁসি ২। কাশিমপুর কারাগার বাংলাদেশ ৩। Home Minister inaugurates Kashimpur High Security Central Jail ৪।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার উদ্বোধন ৫। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার উদ্বোধন ধন্যবাদ  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।