আমাদের কথা খুঁজে নিন

   

কমিক বইয়ে প্রথম মুসলিম সুপারহিরো !!!!!!!!!

তাশফী মাহমুদ প্রথমবারের মতো কোন মুসলিম চরিত্রকে কমিক বইয়ের সুপারহিরো হিসেবে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের কমিক প্রকাশনা সংস্থা ডিসি কমিকস। জনপ্রিয় গ্রিন ল্যান্টার্ন সিরিজে এবার তারা সুপারহিরো চরিত্র হিসেবে এনেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্ন অঞ্চলের মুসলমান সাইমন বাজকে। ২০-এর কোঠায় পা রাখা বাজের বাহুতে সাহসের প্রতীক হিসেবে ‘আল সুজা’ ট্যাটু রয়েছে। পেশীবহুল গ্রিন ল্যান্টার্ন চরিত্রের সাইমন বাজই কমিক বইয়ের জগতে সুপারহিরোর ক্ষেত্রে সর্বশেষ বৈচিত্র্যের দৃষ্টান্ত। এ বিষয়ে নিউ ইয়র্কের মিড টাউন কমিকসের অন্যতম পরিচালক থর পার্কার বলেন, ‘গতানুগতিক কমিক বইয়ে সাধারণত দীর্ঘদেহী সুন্দর শ্বেতাঙ্গ পুরুষ থাকে।

কিন্তু আমরা যে বিশ্বে বাস করি তা তেমন নয়। এই কমিকসেও তারই প্রতিফলন ঘটছে। ’ পার্কারের দোকানে বুধবার গ্রিন ল্যান্টার্নের নতুন এই কমিক বই বিক্রি হচ্ছিল। বুধবার মুক্তি পাওয়া গ্রিন ল্যান্টার্ন সিরিজের এ বইটি আমাদের বাজের গল্প বলছে। সাইমন বাজ আরব বংশোদ্ভূত আমেরিকান মুসলিম পরিবারে বড় হয়।

ইন্টারগ্যালাকটিক পুলিশ বাহিনী গ্রিন ল্যান্টার্ন কোরের সদস্য হিসেবে তাকে বাছাই করা হয়। মূল গ্রিন ল্যান্টার্ন প্রথম প্রকাশিত হয় ১৯৪০ সালে এ্যালান স্কট নামের একটি চরিত্রকে উপস্থাপনের মাধ্যমে। ডিসি কমিকস পরে ১৯৫৯ সালে জর্ডানকে নিয়ে আসে এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র হিসেবে। নতুন এ গল্পটি শুরু হয়েছে, শিশু বাজ টেলিভিশনে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পুড়ে যাওয়ার ছবি দেখছেন। বড় হয়ে অবৈধ স্ট্রিট রেসিংয়ের দায়ে অটোমোবাইল কারখানার চাকরি হারান বাজ।

এরপর তিনি গাড়ি চুরি করতে থাকেন। এরই এক পর্যায়ে একটি গাড়ি চুরির সময় তিনি সন্ত্রাসবাদ তদন্তকারী একটি দলের সামনে পড়েন। পরবর্তীতে তিনি অলৌকিকভাবে একটি আংটি পান যা তাকে সুপার পাওয়ারের অধিকারী করে এবং তিনি একজন গ্রিন ল্যান্টার্ন হিসেবে আবির্ভূত হন। গ্রিন ল্যান্টার্ন সিরিজের লেখক জিওফ জনস বলেন, ‘ডিসি কমিক্সের বইতে প্রকৃতপক্ষে উল্লেখযোগ্য কোন আরব-আমেরিকান সুপারহিরো নেই। ’ ‘সুপারহিরোদের জগতে বৈচিত্র্য আনার প্রচেষ্টার অংশ হিসেবে বাজ চরিত্রটি এসেছে।

’ গ্রিন ল্যান্টার্ন কমিক বই আগামী অক্টোবরে বাজারে আসছে সেখানেও বাজ কেন্দ্রীয় চরিত্র থাকবে বলে জানান তিনি। সূত্র : ওয়েবসাইট  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।