আমাদের কথা খুঁজে নিন

   

মেম সাহেব

মেমসাহেব তুমি বদেলে গেছো নেই মনে মোর আরাম, যেমন করে বদলে গেছে আমার চেনা গ্রাম। শহরের বিজলী বাতি গ্রামের প্রান্তরে, জোনাকি পোকার মত তুমি আমায় গেছো ছেড়ে। ধুলো মাটির রাঙ্গা পথ পিচ ঢালায়ে ঢাকা, তেমনি তুমি সব নিয়ে মোর হৃদয় করেছো ফাঁকা। শহুরে বাতাস অলিগলিতে গ্রাম যেমন আজ দোলে, আমার হৃদয়ে কান পেতে শোন তোমার কথাই বলে। আমি চাই অজো গাঁ-গ্রাম আগের মত থাক মেম সাহেব যেমন করে হৃদয়ে বসাতো ভাগ। #

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।