আমাদের কথা খুঁজে নিন

   

কালাশীল-৫, শান্তিনিকেতন, চিরকুমার অবশেষে আজ বাতাস

কালাশীল-৫, শান্তিনিকেতন, দীপিকা-৯ অথবা হোষ্টেল যে নামেই ডাকি না কেন, এ সবই ছিল আখড়া বা মিলনস্থল । কাল পরিক্রমায় এ মিলনস্থল হারিয়ে যাওয়া মানে কোথাও ডুবে যাওয়া বা বিলুপ্ত হয়ে যাওয়া নয় । এই হারিয়ে যাওয়া মানে নিজেকে অন্য সত্তার মাঝে কল্পনা করা, নিজের অস্তিত্বকে সেখানে মিশিয়ে দিয়ে সেখানেই হারিয়ে যাওয়া । বন্ধুরা, তোদের অনেকের জীবনই এখন নতুন কাব্য, অন্যদিকে কেউ কেউ কাব্যের শেষ লাইন খুজে পাচ্ছিস না । আর আমি!!!! যন্ত্র, বৃক্ষ, সময়, চিরকুমার অবশেষে আজ বাতাস ।

কি? তোরা কি আমার অস্থিত্ব টের পেলি? এইতো এইমাত্র তোদের চারপাশ মাতিয়ে বয়ে গেলাম । জানি আমি অদৃশ্য কিন্তু অনুভব তো অন্তত করতে পারিস । আমি বয়ে চলা এক ঝাপটা শীতল বাতাস । সেই ২০০৩ থেকে পথ চলা শুরু । তখন থেকে আজ অবধি বয়ে চলেছি ।

মনে রাখিস তোরা, আমি বারবার ফিরে ফিরে আসবো, ভিন্ন ভিন্ন রুপে, তোদের সাজানো বাগানের সুবাস নিতে । সে দিনগুলোতে আমাকে বিরক্ত করিস না । তোদের অবহেলায় যেন আমার পথ চলা বন্ধ হয়ে না যায় । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।