আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় বাংলা ফন্ট - Bijoy Bangla Font (প্রিয়তে রাখুন - কাজে লাগবে)

ফ্রিঞ্জ কিছু সরকারী ওয়েবসাইট আর তার মধ্যে থাকা বিভিন্ন পিডিএফ আর ডক ফাইল পড়তে গিয়ে মাঝে মাঝেই ফন্ট এর ঝামেলায় পড়তে হয় কারণ সাইট বা ফাইল গুলো বিজয় দিয়ে করা। আবার আমি আমার সিস্টেমে বিজয় সফটওয়্যারটি রাখতে চাইনা। সমাধান করলাম এইভাবে। ১. ইন্সটল বিজয় ২. সব বিজয় ফন্ট। c:/windows/fonts থেকে কপি করে অন্য ফোল্ডার এ সংরক্ষন ৩. আনইন্সটল বিজয় ৪. সংরক্ষিত ফোল্ডার থেকে ফন্ট সমুহ c:/windows/fonts ফোল্ডারে কপি।

প্রথম ৩ টি ধাপ এড়ানোর জন্য সংরক্ষিত ফোল্ডারটির জিপ ফাইলে মিডিয়াফায়ার এ আপ্লোড করে রাখলাম। আর অন্যদের সাথেও শেয়ার করছি যাতে করে শুধু সরকারী ডকুমেন্ট পড়ার জন্য তাদের বিজয় সফটওয়্যারটি খুজতে না হয়। মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?c2b20ev6143jacd ডাউনলোড এর পর যা যা করতে হবে। ১. আনজিপ ২. bijoy_fonts নামে একটি ফোল্ডার পাবেন আনজিপ করার পর। তার ভিতর থেকে ৫২ টা ফন্ট ফাইল পাবেন।

ফাইলগুলো কপি করুন। ৩. c:/windows/fonts ফোল্ডার এ পেস্ট করুন। (২০ টি ফন্ট ইন্সটল হয়ে যাবে - হ্যা ৫২ ফাইলে ২০ টা ফন্ট - বোল্ড ইটালিক ইত্যাদি সাপোর্ট করার জন্য আলাদা ফাইল তাই একটা ফন্টের জন্য ২/৩ টা ফাইল থাকে) দ্রষ্টব্যঃ কাগুর ভাষা ব্যবসায় ক্ষতি করা এই পোস্ট এর লক্ষ না। তাই বিজয় সফটওয়্যার এর লিঙ্ক দিলাম না। সরকারী সাইট / সংস্থা গুলোর উচিত ইউনিকোড ভিত্তিক ফন্ট ব্যবহার করা অথবা অন্য কোন ফন্ট ব্যবহার করলে তা এমবেড করা।

যেহেতু তারা তা করছে না তাই বাধ্য হয়ে শুধুমাত্র ডকুমেন্ট দেখার জন্য ফন্টগুলো শেয়ার করলাম। কেউ এসব ফন্ট দিয়ে ডকুমেন্ট তৈরি করতে চাইলে (এমন লোক আছে নাকি? ) বিজয় কিনে নিবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।