আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

আমাদের প্রতিটা দিন বিজয়ের প্রতিটা ভগ্নাংশ সময় বিজয়ীর । ১৬ই ডিসেম্বর,কেবল এক নিশানা । জলপাই রঙের ল্যাম্বসে ভরে গিয়েছিল যেদিন এই প্রিয় মাতৃকা, ছিলাম কি আমি-ই রুমি ? জননী জাহানারার প্রার্থণায় সব কিছু আমার জন্যে হাসিতে জুড়াতে চেয়েছি শ্যামল সবুজ । রায়ের বাজার,মিরপুরের বধ্যভূমি সারি সারি লাইনে কালো কাপড়ে চোখ বেঁধে দোসরেরা পারেনি আমাদের “কাফের ” বানাতে কিংবা জগন্নাথ হলের মাঠে বেয়নেট পারেনি ছিন্ন করতে বুকের মাঝে জন্ম নেওয়া বাংলাদেশ । আজ যখন অবকাশ কাটাও হায়েনার উত্তরসুরীদের সাথে; শহীদেরা জেগে উঠে, শোরগোল প্রিয় ক্যাম্পাসে মধু দা’র হাত ধরে । আরো একবার কি যুদ্ধ হবে তোমাকে বুঝানোর জন্যে ? দেখো চেয়ে,উড়ছে এই আকাশে আসাদের শার্ট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।