আমাদের কথা খুঁজে নিন

   

রাজকুমারের তিনটি কবিতা

আমরা ফাঁকা গুরু / জড় কুশীলব/ সযত্নে কোকিলের বাচ্চা ফোটাই/আমরা গো গর্দভ কাক........................ প্রেমিকাকে নৌকোডুবরি শতভাগ সম্ভাবনা সত্ত্বেও আশৈশব আমি নৌকো চড়তে ভালোবাসতাম এবং নৌকো আমায় ডুবোয়নি কখনও । আমি একটা ঘাসফুলকেও ভালোবাসতাম খুব বিশ্বাসী ছিলাম এই আপেক্ষিক মহাবিশ্বে শেষপযর্ন্ত ঘাসের যৌবনই একমাত্র অবানিজ্যিক অথচ ঘাসফুল আজ সওদাগরের ছোট বৌ। এখন, আমি রাত জেগে জেগে তারাদের কম্পন শুকি জোনাকির আসর ছাড়া আর কোথায় ঠাই আছে বল আমিতো সেই কবেই নিশাচর হয়ে গেছি সূর্যদের গন্ধ মুছতে মুছতে......................... সাপখেলা সাপখেলা খেলতে খেলতে ক্লান্ত আমি এক নির্বিষ সাপ। ক্রমাগত নিজেকে লুকোতে চাই ছায়াদের আবডালে অথচ ছায়ারাই আমাকে হাঁটে তোলে ঘটা করে লম্বাশ্বাস নিয়ে ধারালো বীণ বাজায়; আমি বিষন্ন ফণা তুলে নাচি। ভাঙা বিস্কুট উৎসর্গঃহুমায়রা আক্তার পুনমকে স্বাপ্নিক ফ্লাইওভার থেকে যে গাড়িটি রোজ আকাশে উঠত গাড়ি নয় এক কৌটো ফুলের শরীর যার দুটো মার্বেল চোখে ঠাসাঠাসা স্বপ্ন ছিল; যা কখনো ঝরে পড়ত চকমকে রুপার ফুলের মত হয়ত সকালের সূর্য হয়ে আলো্ও দিত বেশ। সেই ছোট্ট ফুলটি এখন এক সুটকেস আতঙ্কের স্তুপ লাল ঠোট লেপ্টে গেছে সওদাগরি পোকার কামড়ে ফুলটি আজ বড়ই নিষ্প্রভ অনেকটা ভাঙা বিস্কুটের মত; হতোদ্যম সেলস বালিকাও পাথর চিন্তিত ভাঙা বিস্কুট কি বাজারে চলে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।