আমাদের কথা খুঁজে নিন

   

সোমবার সকালের মাথা ব্যাথা এবং .............................।

সাধারন একজন লোক, চিকিৎসা বিজ্ঞানে আগ্রহী। গত ১৮ শ শতাব্দীর মধ্যভাগে শ্রমিকেরা সোমবার সকালে কাজে যোগ দিতে আসলে মাথা ব্যাথার অভি্যোগ করে, ফোরম্যান চিন্তা করে সব এক এক পিস ফাকিবাজ। সবগুলাকে আচ্ছা করে পেদানো দরকার, ছুটিতে মদ খেয়ে মাতালের দলের যত সব বকোয়াজ। প্রিয়া পাঠক, এটা শুধু ডিনামাইট ফ্যাক্টরি সংশ্লিষ্ট কারখানা গুলার নিয়মিত ঘটনা ছিলো। প্রসংগত ডিনামাইটের কথা চলে আসে।

নোবেল প্রাইজ খ্যাত আলফ্রেড নোবেল এই ডিনামাইট আবিষ্কার করেন। এর ব্যকগ্রাউন্ডটা একটু জানি। ডিনামাইটের মুল উপাদান হোলো নাইট্রোগ্লিসারিন, একটা বিস্ফোরক তরল। তরল নাইট্রোগ্লিসারিন একটু নাড়াচাড়ায় ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে। চর্বি থেকে পাওয়া গ্লিসারিনের সাথে নাইট্রিক এসিড মিশালে যেটা তৈরি হয় তাই হলো নাইট্রোগ্লিসারিন।

এটা প্রথম আবিষ্কার করেন ইটালিয়ান কেমিস্ট অ্যাসকেনিও সবরেরো ১৮৪৭ সালে। পরে আলফ্রেড নোবেল এইটার নিরাপদ ব্যাব হার নিয়ে কাজ শুরু করেন । এই কাজে তার নিজের ছোটো ভাই দূর্ঘটনায় মারা যায় আর কারখানা দুইবার উড়ে যায় বিস্ফোরণে। অবশেষে ১৮৬৭ সালে নোবেল ডিনামাইট তৈরি করেন। নোবেল দেখেন যে কাইজেলগুর নামক একটা ইনার্ট মাটিতে নাইট্রোগ্লিসারিন কোট করা হলে নাড়াচাড়াতে এটার বিস্ফোরণ হওয়ার চান্স আর নাই।

অবশ্য এর মধ্যে, তরল নাইট্রোগ্লিসারিন পরিবহনে ভয়াবহ সব দূর্ঘটনা ঘটে। নাইট্রোগ্লিসারিনের মেডিক্যাল ব্যবহারটা বেশ চমকপ্রদ। ১৮৪৭ সালেই শ্রমিকেরা মাথা ব্যাথার অভি্যোগ করতে থাকে। এটা দেখে, ডঃ উইলিয়াম মোরেল নাইট্রোগ্লিসারিনকে চেস্ট পেইনের জন্য ব্যবহার শুরু করেন ১৮৭৮ সালে। তো কেনো হয় এই মাথা ব্যাথা।

নাইট্রোগ্লিসারিন আমাদের শরীরে ভেংগে হ্য় নাইট্রিক অক্সাইড নামক এক গ্যাস, এই নাইট্রিক অক্সাইড রক্তনালীর উপর কাজ করে একে রিলাক্স (ডাইলেট) করে ফেলে। শ্রমিকেরা সারা সপ্তাহ কাজ করার ফলে নাইট্রোগ্লিসারিনের প্রতি টলারেন্স তৈরি হয়। উইকএন্ডের ছুটিতে ( শনি, রবিবারের ছুটি) এই টলারেন্স আবার দূর হয়ে যায়। ফলে পরেরদিন সোমবারের সকালের কাজে আবার নাইট্রোগ্লিসারিনের এক্সপোজার শ্রমিকদের হার্টের স্পন্দন বাড়ানো, ঘুম ঘুম ভাব, আর মাথা ব্যাথা শুরু হয়। ভালো কথা, রক্তনালীর উপর নাইট্রিক অক্সাইডের প্রভাব ব্যাখ্যার জন্য মেডিসিনে নোবেল প্রাইজ পান Robert F Furchgott, Louis J Ignarro, Ferid Murad ১৯৯৮ সালে।

সাথে নিজের একটা কাজ Chronic L-arginine treatment improves metabolic, cardiovascular, and liver complications in diet-induced obesity in rats Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।