আমাদের কথা খুঁজে নিন

   

দিনটি ছিল সোমবার

জলে ভাসা পদ্ম আমি

আজ খুব সকালেই ঘুম থেকে উঠেছি। অনেকদিন পর সুর্জ উদয় দেখলাম। মনে হচ্ছে দিনটি আজ ভালই কাটবে। মাকে নিয়ে আপোলো হাসপাতাল যেটে হবে,তাই এতো তাড়াতাড়ি ঘুম থেকে আমার উঠা। নাশ্তা সেরে সাড়ে আট টায় মা আর আমি বের হয়ে পড়ি।

গাড়িতে উঠে কিছু দূর যাবার পর গাড়ি থেমে যায়। অনেক চেষ্টা করে ও চালক গাড়িকে সারাই করতে পারলেন না। তখন চালক একটি সি এন জি ঠিক করে দিলেন। তারপর সি এন জি করে আমরা রওনা হয়ে পড়ি। পথের ঠিক মাঝখানে আবারো সি এন জি নষ্ট হয়।

চালক আধ ঘন্টা চেষ্টা করে সারাই করে ফেলে। ঠিক এগারো টার দিকে আপোলো হাসপাতালে পৌছে যাই। মাকে ডাক্তার দেখানো শেষ করে যখন প্রবেশপথে আসি তখন একটি সি এন জি ও ছিল না। তাই রিক্সা ঠিক করে ঊঠে পড়ি। কিছু দূর যাবার পর আবারো রিক্সা নষ্ট হয়ে যায়।

রিক্সাওয়ালা নতুন একটি রিক্সা ঠিক করে দেয়। আবারো শুরূ হলো পথ চলা। রিক্সা চলছে চলছে হঠাৎ আবারো রিক্সা নষ্ট হয়ে যায়। এইবার রিক্সাওয়ালা আমাদের দিকে চোখ বড় বড় করে তাকায়। তখন বুঝিনি কেন তাকিয়ে ছিল।

রিক্সাওয়ালা নষ্ট রিক্সা টেনে টেনে আমাদের বাসায় পৌছে দেয়। রিক্সা থেকে নামার সময় রিক্সাওয়ালা বলেন,তিন মাস হয়েছে রিক্সাতে কোন কিছু হয়নি,আপনারা উঠার পরই নষ্ট হলো। এবার থেকে হিসেব করে বের হবেনÕ। কথাটি দুই তিন বার বলে ছিল। রিক্সাওয়ালা আমাদের কূফাই বুঝাল।

মানুষ আল্লাহর শ্রেষ্ট সৃষ্টি। মানুষ কখনো কূফা হতে পারে না । আপনারাই বলেন, আমাদের এভাবে বলা উচিত হয়েছে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।