আমাদের কথা খুঁজে নিন

   

Android v4.0 Ice Cream Sandwich(4.0.4ICS) অপারেটিং সিস্টেম কম্পিউটারে রান করে উপভোগ করুন জসিলা সব Anroid ফিচার ...


উপরের বাম দিকের কোনাতে File অপশনটির পাশেই Machine অপশনটিতে ক্লিক করুন এরপর Settings- ক্লিক করুন। নিচের ছবিটির মতো নতুন যে উইন্ডোটি আসবে এখানে আপনি যে অপারেটিং সিস্টেম ব্যাবহার করছেন তা সিলেক্ট করে দিন। যেমনঃ আমার OS Windows 7। Virtual box এর কাজ শেষ এবার এটি ক্লোজ করে দিন। এরপর VM Lite Android v4.0.4 ডাউনলোড করুন।

এটি 7z ফরম্যাটে কমপ্রেস করা আছে। তাই আপনার ইচ্ছামত জাগাই Extract করে নিন। যে ফোল্ডারে Extract করেছেন তার ভিতরে দেখুন VMLite-Android-v4.0.4.vbox নামে একটি ফাইল আছে এটাতে ডাবল করলেই Boot up শুরু হবে। একটু পরেই দেখুন রান হয়ে গেছে আমাদের কাঙ্কিত Anroid OS এবং Home স্ক্রীন শো করছে। আমার এর ইন্টারনেট ব্রাউজারটি খুব ভালো লেগেছে কারন সব সুবিধার পাশা পাশি এটি বাংলাও সাপোর্ট করে।

একটি কথা এটির মাধ্যমে আপনি ১০০% সব করতে পারবেন না। তবে Android v4.0 Ice Cream Sandwich OS এর মজা অবশ্যই লুটতে পারবেন। আমি এখন এটা দিয়া অ্যান্ড্রু ভার্সনের মিগ চালাই অসাম লাগে বড়ই সৌন্দর্য ইসরে এভাবে যদি পরীক্ষার খাতাতেও লিখতুম তো মার্ক নিয়া ভাবতে হয়ত না। যারা লিমিটেড ইন্টারনেট ডাটা ইউজ করেন তাদের এটি না ডাউনলোড করাই ভালো, কারন ফাইল দুটো অনেক বড় বড় সাইজের। সবাই ভাল থাকবেন ধন্যবাদ... ছবি গুলো অরজিনাল সাইজে দেখতে এখানে ক্লিক করুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.