আমাদের কথা খুঁজে নিন

   

Android মজা [পর্ব-২৪]:: ভিডিও এডিটিং করুন Android ফোনে মাত্র ১টি Apps দিয়ে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমরা কম্পিউটারে ভিডিও এডিটিং এর জন্য Primer, Uleet Vedio Stido ইত্যাদি নিয়ে কাজ করি, এই সফটওয়ার গুলো দিয়ে ভিডিও এডিটিং এর যাবতীয় কাজ করা হয়, আমরা সকলেরই মন চায় ভিডিও এডিটিং করতে কম্পিউটার না থাকার কারনে আর হয়ে উঠে না এখন আর কম্পিউটার লাগবে না আজ আমি আপনাদের জন্য এমন ১টি Apps নিয়ে এসেছি যা দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন অনেক সুন্দর ভাবে।
আপনার Android ফোনে।



তাহলে আর দেরি কেন এখান থেকে আপনার Android ফোনের জন্য Apps টি ডাউনলোড করে নিন, তারপর অন্যান্য Apps এর ন্যায় ইন্সটল করুন।

এই Apps দিয়ে আপনি যা যা করতে পারবেন।
১। 3GP এবং MP4 ভিডিও থেকে নির্দিষ্ট অংশ নির্বাচন করে সে অংশ কেটে নেয়া এবং আলাদা ভিডিও তৈরি করা ৷
২। নির্দিষ্ট ভিডিও অংশ নির্বাচন করে সে অংশ ডিলেট করে দেয়া ৷
৩।

আলাদা আলাদা কয়েকটি ভিডিও একসাথে জোড়া লাগানো ৷
৪। ভিডিও তে আপনার পছন্দের বিভিন্ন ইফেক্ট দেয়া৷
৫। ভিডিও থেকে স্থির চিত্র(Still Picture) নেয়া ৷
৬। ভিডিও কে MP3 তে কনভার্ট করা এবং ভিডিও প্লে করা ইত্যাদি ৷
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত। ।


আল্লাহ হাফেজ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.