আমাদের কথা খুঁজে নিন

   

সম্পর্কের গান!!!

সেই পথহারা পথিক যে চলছে তার ঠিকানার খোজে কত না লান্ছিত করেছ আমাকে সম্পর্ক ভেঙ্গে দেবার দোষে। আমি কিচ্ছু বলিনি। মন উঠে গিয়েছিল আমার তোমার জীববনযাত্রায় আর স্বামীসুলভ আচরনে। হ্যা এটাই আমার দোষ ছিল। আমি আগে বুঝতে পারিনি সত্যি ।

যখন বুঝলাম ততদিনে সবদোষ আমার। হ্যা আমি সব বোঝা বয়ে নিতে পারব সারা জীবন তবে আর একবিন্দু তোমাকে ভালবাসতে পারব না। মাফ করে দিও আর যদি না পার দোষের বোঝা মাথায় নিয়ে মরতে রাজী আছি। কি না করেছ শোধ নেবার জন্য?বাসায় যা তা বলেছ,জ্বালিয়েছ,দু্র্বলতার সুযোগ নিয়ে কম করনি,ভেবেছ নতুন কাউকে ধরেছি। কষ্ট আমিও কম পাইনি ডালপালা গজিয়ে যাওয়া সর্ম্পক নিজের অজান্তেই উপরে গেল!শূনত্যার য্ন্ত্রনা,তোমাকেভালবাসতে না পারার যনত্রনা সবই মেনে নিয়েছি প্রাপ্য ভেবে।

তবুওতোমার হল না জোর করে বন্ধুত্তের সম্পর্ক বানাও আবার জ্বালানোর ধামকি দিয়ে,আবার মাকে বলার ধামকি দিয়ে। আমার কিছুই বলার ছিল না মাকে আর কাঁদাবার সাহস হল না। তবুও বলেছি নিজের ব্যক্তিত্য হারাইওনা। নিজের চাকরি ছেরে আমার কাছেই ধার চাও। টাকা নেই জেনেও চাইতে থাক।

আমিও ধার করেই দিয়েছিলাম কারণ তোমার চওয়া দেখে আমার লজ্জা লাগছিল। আমি ধার ব্যাপার টা থেকে মরে যাওয়াকে প্রেফার করতাম। কি যন্ত্রনা পেলাম ধরে নিলাম এটাও শাস্তি। তারপর দেখি তুমি বেড়াত যাও। লজ্জা করলনা তোমার আমার কাছে ছোট হয়ে যাইতে।

জ্বর হয়েছে নিজ দ্বায়িত্তে জানাও আার ওষুধ নিতে বললে না কর। ভাল কথা। যথেষ্ট বড় হয়েছ নিজের ভাল মন্দ বোঝ যখন তখন এই শুনানো কেন?আমি বিশ্বাস করতাম প্রেমিক প্রেমিক ই স্বামী নয়। আমি এখনও একা আছি কাউকে জোটাতে হয়নি আমার জান তো? আর কত জ্বালালে তোমার শান্তি হবে কি না জানিনা নিয়তি আমাদের কাজই ঠিক করে দেবে কে ভুল ছিল আর কে সঠিক। যতদিন সামর্থে কুলোয় তোমার শ্বাস্তি দিও মাথা পেতে নিব তবুও পারবনা ।

ক্ষমা করে দিও যদি পার তোমাকে ভালবাসতে না পারার অপরাধ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.