আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি এন্ড্রয়েড ফোনের গর্বিত মালিক? মিউজিক লাভার? তবে এই পোস্ট আপনার জন্যই!!!

হিংস্র কিছু শকুন আজ খামছে ধরেছে মানবতার পতাকা...জেগে উঠার এইতো সময়... POWER AMP ছাড়া এন্ড্রয়েড ফোনে মিউজিক শুনে কোন মজা নেই। অনেক রিভিও পড়লাম কিন্তু POWER AMP যে এন্ড্রয়েডের সেরা মিউজিক প্লেয়ার এটা সবাই একবাক্যে স্বীকার করে নিয়েছেন। আমিও অনেক খুঁজেছি এটার ক্র্যাক ভার্সন বা আনলকার। কিন্তু ১৫ দিন পরে আর চলেনা। আনলকার ইন্সটল করার একদিন পরে আবার এটাকে ভ্যারিফাই করতে বলে।

তারপর আর অন হয়না। এক্সপেরিয়া প্রো চালাই। এক বছরের ওয়ারান্টি পেয়েছি শুধু সার্ভিসের। কেন যেন রূট করতে মন চাইলো না। রূট করলে সব সফটওয়ারই ফ্রী তে চালানো যায় বলে শুনেছি।

আমার ইচ্ছা হলো রূট না করেই দেখি POWER AMP চালানোর কোন উপায় পাওয়া যায় কিনা। এতো সুন্দর একটা মিউজিক প্লেয়ার ছাড়া গান শুনার ইচ্ছাটাই চলে গিয়েছিলো আমার। ভাবলাম কি করা যায়। এমন প্ল্যানও করে ফেলেছিলাম শ্যাষ মেশ কিনেই ফেলবো না হয় প্লে স্টোর থেকে। কিন্তু কি মনে করে আরেকটু গুতাগুতি করে পেয়ে গেলাম এটা আজীবন ফ্রীতে ব্যবহার করার উপায় টা।

আমি এটা কোন সোর্স থেকে পাইনি, তাই এটা আপনার ফোনে কাজ না করলে গালি দিবেন না দয়া করে। কিন্তু আমার এক্সপেরিয়া প্রো তে প্রায় ৮ মাস ধরেই কাজ করছে নিয়মিত। অনেক প্যাঁচাল পারলাম এবার আসল কোথায় আসি। কিভাবে চালাবেন পাওয়ার এএমপি ফ্রী তে চলুন দেখে নেয়া যাক। " প্রথমে POWER AMP ট্রায়াল ভার্সনটা ইন্সটল করুন।

সরাসরি প্লে স্টোর থেকে করতে পারবেন। সেটা ১৫ দিন টানা চলবে কোন ঝামেলা ছাড়াই। উপভোগ করুন সময়টা আনলিমিটেড বিটের তালে তালে। ১৫ দিন পর আপনাকে এলার্ম দিবে ওটা অন করলেই। কিনতে বলবে ফুল ভার্সন।

আপনি তার আগেই গুগল করে POWER AMP UNLOCKER টা নামাবেন। গুগলে একটূ সার্চ দিলেই পাবেন। না পেলে আমাকে জানাবেন আমি দিবো। এলার্ম পাওয়ার পরে আনলকারটা ইন্সটল দিলেই দেখাবে "ফুল ভার্সন কেনার জন্য ধন্যবাদ" এরকম একটা মেসেজ। খেয়াল রাখবেন, ১৫ দিন পর POWER AMP চালালে যখন ফুল ভার্সন কিনতে বলবে তখনই শুধু আনলকারটা ইন্সটল দিবেন।

তার আগে না। এক বা দুদিন পর ফুল ভার্সনটাও যে ভ্যারিফাইড না এটা দেখাবে। এপ্লিকেশানটা তখন আর চালাতে পারবেন না। কোন সমস্যা নাই। POWER AMP apk এবং unlocker file দুটোই Uninstall করে ফেলেন।

ফোনটা রিস্টার্ট দেন। আবার প্লে স্টোরে ঢুকেন। POWER AMP ট্রায়াল ভার্সন ইন্সটল দেন। ১৫ দিনের মেয়াদ পেলেন আবার। ধুমায়া চালান মিউজিক।

১৫ দিন পরে আবার একই কাহিনী। একই হিসাব। " রুট ছাড়াই তবে চলুক POWER AMP. একদম ফ্রী তে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.