আমাদের কথা খুঁজে নিন

   

এন্ড্রয়েড,এন্ড্রয়েড,এন্ড্রয়েড......আইজ কোপাইছি একটারে....

তন্ময়-অন-রান.ব্লগস্পট.কম অবশেষে নিয়েই নিলাম। ইচ্ছে ছিলো আরেকটু ভালো যেটা অর্থাৎ Xploere W25 নেওয়ার কিন্তু নানা কারণে সেটা আর নেওয়া হলো না। তবে এটাও খারাপ না। RAM আর ক্যামেরা এই যা একটু দূর্বল ঐ টার চাইতে, বাকি সব প্রায় একই। যাই হোক, কে যেনো একটা পোস্ট দিছিলো 'RAM কম হইলে কার্ডকে RAM হিসেবে ইউজ করা'-র বিষয়ে, আশা করি সেটার মাধ্যমে RAM এর সমস্যাটার মোটামুটি একটা সমাধান হবে।

আর ক্যামেরা...ওকে, দেখি যদি পারি তো একটা ডিজিটাল ক্যামেরাই কিনে নিবো যদিও মোবাইলের ক্যামেরার অনেক গুরুত্ব আছে। সেটটাতে এসআরএস সাউন্ড সিস্টেম আছে তাই মিউজিক শুনে দারুণ মজা পাচ্ছি। কিছু ইকুয়ালাইজার সফট আছে, ওগুলোর একটা নামায় নিবো আরো ভালো কোয়ালিটির জন্য। সেটটা বেশ হালকা এবং দেখতেও সুন্দর, ছবিটির চাইতেও অনেক সুন্দর আর সেটটার পেছনের কাভারটা খুবই সুন্দর। প্রসেসর যা আছে তা খুব যে খারাপ তা মনে করছি না, ৮০০ মেগাহার্জ।

যাই হোক, এটা নিয়ে যদিও আমি খুশি তবুও Xploere W25 রে মিস করতেছি। ওটার ক্যামেরটাই আমার কাছে মূল আকর্ষণ ছিলো। দারুণ কিছু গেমস আছে, এঙ্গ্রি বার্ডস-ও আছে। ভালো কিছু গেমসও নামাবো। আশা করি ওয়েটিং যখন থাকি তখন এগুলো কাজে দিবে।

নেট স্পিড দারুণ। ডকুমেন্ট রিডারস গুলোও খুব ফাস্ট। পিডিএফ ওপেন করতে যেয়ে মোটেও সময় নিচ্ছে না, এমনকি ছবির পিডিএফ গুলোও দ্রুতই ওপেন হচ্ছে। টাচ স্ক্রিণটাও খুব সেনসিটিভ। শুধু সমস্যা একটাই, ব্যাটারী খুব দ্রুত ফুরিয়ে যায়।

Xploere W25 এর একজন ব্যবহারকারীর কাছ থেকেই সেটাই জানলাম। আমি অবশ্য কাল পরশু একটা ব্যাটারী কিনে রাখবো। লং জার্ণি করতে হয়, তখন কাজে দিবে। যা হোক, আমি যথেষ্টই খুশি এবং এক্সাইটেড। সেটটার ফুল স্পেসিফিকেশনস এর জন্য এই লিংকে যেতে পারেন।

দাম: ৭,৪৯০ টাকা মাত্র। অফটপিক: প্রথম চাকুরীটাতে আমাকো কোন এক্সাম দিতে হয় নাই, কিন্তু কাল একটা চাকুরীর পরীক্ষা দিতে হবে। প্রার্থনা করবেন আমার জন্য প্লিজ। ______________ ব্যাক লিংক :: ডোন্ট ক্লিক  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।