আমাদের কথা খুঁজে নিন

   

কোন এক কিশোরের প্রতি

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল রাংতায় মোড়া ছিল অনাঘ্রাত হৃদয় কিশোরটি বড় দূরবাসী আজ তার ঝোলানো পাতলুনে ছিল আনকোরা একফালি রোদ বিষদে স্থির ছিল সতৃষ্ণ চাউনির মায়া দুচোখে আলোর মত আরো কিছু ব্যাকুল অসুখ হে কিশোর আজ আমার নতজানু শোকবৃষ্টি নাও আজ আমার ঢেউয়ে ভেজা রুমালে জড়াও সমগ্র অভিমান, ছেঁড়াখোঁড়া বাতাসের গান আজন্ম পুড়েছিলে যতখানি খরার দহনে যতখানি মোহ এসে ক্রমে ক্রমে ডুবিয়েছে অবুঝ চাতাল আজ এই চোখ ভরা এক নদী অনুতাপ তোমার পায়ের কাছে রেখে এই দেখ দাঁড়িয়েছি, করজোড়ে বিষাদ শ্রাবণ হে কিশোর, এবার আনত হও চোখের পর্দা থেকে ঝেরে ফেল সময়ের ধুলো যে সারল্য, সবুজ সকাল তুমি পেরিয়ে এসেছ তুমি পেরিয়ে এসেছ যে তাজা বাতাস জুড়ে মেখেছিলে স্নিগ্ধ নিঃশ্বাস আজ তার সোঁদা গন্ধ বুক ভরে রাখো আজ তার বর্ষণে ঝরে যাও অবিরল অঝোর ধারায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।