আমাদের কথা খুঁজে নিন

   

আইফুন ৫-এর ফিচার

আপনার নোটিশ বক্সটি দেখুন প্রিয় ব্লগারগণ, আইফুন ৫ নাকি রিলিজ হইতাছে কয়েকদিনের মইধ্যে। আমি আবার ঘুমে জাগরনে একটা আইফুন ৫ কেনার স্বপ্ন দেখিতাছি। এই নিমিত্তে আইফুন ৫-এর ফিচার খুজতে গিয়া খানিকটা টাস্কিত আছি। ফিচারের ব্যাপারে একেকজনের একেক কথা। এক জায়গা্য দেখলাম ফিচারগুলো হইতাছে :: এটার cpu হল Quad-core 1.2 GHz এটাতে থাকছে apple OS নতুন ভার্সন ios6 এটা CDMA এবং GSM দুই প্রকার নেটওয়ার্ক ই সাপোর্ট করে এটা 2g, 3g এবং 4g নেটওয়ার্ক সাপোর্ট করে এটাতেও থাকছে ১৬, ৩২ এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি এটাতে ডাব্লিউ ল্যান আর ব্লুটুথ এর সাথে নতুন যুক্ত হয়েছে NFC নামের একটা জিনিস এটার ক্যামেরা ১২ মেগাপিক্সাল এবং এইটা FULL HD কিন্তু ইউটিউব ভিডিওতে Trailer দেইখাতো মাথা পুরাই নষ্ট। নিচে দিলাম আপনিও মাথা নষ্ট করুন আর বলেন কে কে এই মোপাইল কিনতে চান। এইরাম একটা মুপাইল কে কে কিনতে চান মাথার উপ্রে হাত তোলেন....... নিচে একখান ভিডু দিলাম। এইটা নাকি আইফুন-৫ এর ইসরাল ভার্সন এবং দাম নাকি ২০০০ টাকার মত। কে কোনটা কিনবেন জানাইয়া যান...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।