আমাদের কথা খুঁজে নিন

   

সখের দুঃখওয়ালা

অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে ইদানীং সন্ধ্যা নামে বড় একঘেয়ে সেই নিকোটিন বেসুর তোলে চায়ের কাপে সুনীল আর নিখিলেশ জড়োসড়ো একপাশে মাঝরাত শেষ নকিয়া’র ইনবক্স খুঁজে খুব বড়জোর সুমন অঞ্জন রাগ করেন গ্যালারির ফ্রেমে অপলক চঞ্চল হাসেন এত একই সব এত একই মুখ সব দূর ছাই অন্য কোথাও অন্য কোথাও মন বলে চল পালাই পালাবে কোথায় তুমিও বাঁধা সাত সতেরোর গলি এখানে জীবন থমকে আছে উদর-বাজার-থলি তবু একদিন ছুট দেই আমি দুঃখ দেখব বলে ফুটপাথ আর পথের জীবন মাখামাখি কাদা জলে ক্ষুধার অন্ন কোনদিন জোটে কোনদিন আধপেটা কারোর জীবীকা অনিশ্চিত কারোর বা এটা সেটা তবুও এখানে জীবন ছোটে অবিরাম উল্লাসে আমার বানানো দুঃখরা যায় এই জোয়ারেই ভেসে ধার করা এই দুঃখ যখন ফলায় কাব্যগিরি ওদের তখন রাতের খাবার জোগাড় হয়েছে কি আমিও পদ্য ব্যবসায়ীদের একজন বলে হায় সুর খুঁজে নেয় শব্দশরীর শব্দের নেই দায় এখানে ভীষণ ঊষর প্রয়াস নিদারুণ অসহায় সত্তা থমকে দাঁড়াক রুক্ষ সময় রসিকতায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.