আমাদের কথা খুঁজে নিন

   

অস্ট্রেলিয়ার এই শহরে অবিশ্বাস্য মনে হলেও সত্যি প্রায় ৮০% লোক মাটির নিচে বসবাস করে

চলার পথ অনেক, সত্য পথ একটাই (কুবার পেডি, মাটির নিচে অদ্ভুত শহর) পৃথিবীর এক অন্যতম অস্বাভাবিক স্থান হল দক্ষিণ অস্ট্রেলিয়ার কুবার পেডি। অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে এই শহরের প্রায় ৮০% লোক মাটির নিচে বসবাস করে এবং জীবিকা নির্বাহ করে সেখানে কাজ করেই। বরই অদ্ভুত । এই শহরটিকে খনি শিল্পের শহর বলা হয়। আর এই খনিতে কাজ করেই এখানকার অধিবাসীরা জীবন ধারণ করেন।

কুবার পেডির খনি গুলো হচ্ছে বর্নালি পাথরের। ১৯১৫ সালে খনি গুলো আবিষ্কারের পর এই শহরে খনি শ্রমিকদের আনাগোনা বেশ বেড়ে যায়। কারণ আর কিছুই নয়, এখানকার খনিজ সম্পদের লোভ। এখানে প্রচুর সুরঙ্গ ও চোরা পথ রয়েছে খনিজ সম্পদ চুরির জন্য। পাশাপাশি খনি থেকে বৈধ উপায়েও খনিজ আহরন চলছে।

এই ভুগর্ভস্থ শহরে রয়েছে চার্চ, শপ, আর্ট গ্যালারী, হোটেল, অফিস। এই শহরের সবচে অদ্ভুত বিষয় হল এখানে কোন ঘাস দেখা যায়না,নেই কোন গাছ। সবুজ বলতে এখানে কিছু নেই শুধু আছে তৈলাক্ত বালি। তারপর ও অদ্ভুত এই মানুষ গুলো বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে মাটির নিচের এই শহরে। (Australia coober pedy underground homes) এ নামে গুগল করে দেখতে পারেন।

collected ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.