আমাদের কথা খুঁজে নিন

   

অসম্ভব সুন্দর কিছু গান ( অসময়ে চলে যাওয়া একজন মানুষের গান )

মনে ভেতর দ্বিধা, পা বাড়াতে বাঁধা, শেকল পড়া পায়, কদিন বাঁচা যায় । বেঁচে থাকা যে দায়। দ্বিধা দ্বন্দ্ব ভুল, মনের আগল খোল, রক্ত আবির অঙ্গে মেখে " সূর্যস্নানে চল " আমার প্রিয় কিছু গানের সংকলন। গান গুলো শোনার সময় প্রত্যেকেই একজন মানুষকে স্মরণ করবেন। সবার অসম্ভব প্রয় একজন মানুষ ছিলেন ।

তিনি আমাদের মাঝে আর নেই । ০ ১। সমুদ্র সন্তান। ২। তখন ছিল ... ৩।

আমি তোমাকেই বলে দেবো । ৪। আমার বয়স হল ২৭ । ৫। তোমার ভাঁজ খোল ৮।

আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ ৯। কোথাও বাঁশি ১০। হাতের উপর হাতের পরশ ১১ । এক পলকেই চলে গেল ১২। মনটা তোমার কেনা।

১৩। বায়স্কোপ ১৪। গাড়ি চলে না। ১৫। ভাললাগে না ।

১৬। বাড়ি ফেরা ১৭। সর্ব শেষে এই মহান ব্যক্তিকে নিয়ে কিছু কথা আনিসুল হক এর । সঞ্জীব দা। একজন খুব সাধারণ মানুষ।

কিন্তু টার গুন গুলো অসাধারণ। সাংবাদিক, গীতিকার, সুরকার, গায়ক। আমার জীবনে আমি ২ জন মানুষের মৃত্যুতে অনেক অনেক বেশি কেঁদেছিলাম। যারা আমার আত্মীয় ছিলেন না। ১।

সঞ্জীব দা, ২। হুমায়ূন আহমেদ। সঞ্জীব দাকে দিয়ে কিছু বলার নেই। অত্যন্ত সাদাসিধে মানুষ। তার সব কিছু ছিল সকল মানুষের জন্য।

এমনকি তিনি তার মরণোত্তর দেহটি দান করে গিয়েছিলেন মানুষের জন্য। এই জায়গা কখনো পূরণ হবে না। তবে সঞ্জীব দা আমাদের মাঝে চিরকাল থাকবেন। দাদা। যেখানেই থাকা ভালো থাকো।

►►► বাংলা গান নিয়ে কিছু কথা। এখনই সময় ভাবনার। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।