আমাদের কথা খুঁজে নিন

   

আগ্রাবাদে খাল দখল করে পুলিশের দেয়াল নির্মাণ

ফারিয়াজ উত্তর আগ্রাবাদের জেলা পুলিশ লাইনের মধ্য দিয়ে প্রবাহিত মহেশখালের সাথে সংযুক্ত শাখা খালটি (বড় নালা) দেয়াল দিয়ে বন্ধ করে দেয়ায় এলাকার পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। বিশেষ করে বৃষ্টির সময় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উত্তর আগ্রাবাদের পানি নিষ্কাশনের প্রধান শাখা খালসহ এক্সেস রোডের জায়গা দখল করে পুলিশ লাইনের সীমানা প্রাচীর নির্মাণ শুরু করলে প্রথমে এলকাবাসীর পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এরপর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জায়গার পরিমাপ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার জন্য লিখিতভাবে অনুরোধ জানানো হয়। কিন্তু জেলা পুলিশ লাইন কর্তৃপক্ষ কারো কথার কোন তোয়াক্কা না করে খাল দখল করে দেয়াল নির্মাণ কাজ অব্যাহত রাখে।

এলাকাবাসী উপায়ান্তর না দেখে হাইকোর্টে রিট করলে আদালত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। হাইকোর্টের আদেশেরও কোন পাত্তা না দিয়ে পুলিশ উক্ত খাল দখল করে দেয়াল নির্মাণ কাজ সম্পন্ন করে। এতে সাম্প্রতিক বর্ষার সময় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃস্টি হয় এবং এালাকার সড়ক ও বাড়িঘর পানিতে ডুবে যায়। স্বয়ং আইন প্রয়োগকারী সংস্থার এধরণের বেআইনি কাজের দরুণ জনমনে প্রচ ক্ষোভের জন্ম দিয়েছে। এব্যাপারে অতি সত্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এই ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।