আমাদের কথা খুঁজে নিন

   

TURTLES CAN FLY (কখনও কখনও বাইরের জগতের টানাপোড়ন বদলে দেয় জীবন)

তাই আমি সাধারন TURTLES CAN FLY(2004) IMBD Rating: 7.8 Rottentomatoes: 87% Stars: Soran Ebrahim, Avaz Latif and Saddam Hossein Feysal Director & writer: Bahman Ghobadi ***যুদ্ধের মুভি আমরা অনেকেই পছন্দ করি...। আমি আজ যে মুভিটি নিয়ে বলব এটিও একটি যুদ্ধের মুভি, তবে এ ধরনের যুদ্ধের মুভি কয়টা হয় তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যুদ্ধের মুভি দেখার সময় আমরা হয় যুদ্ধ যারা করছে তাদের অংশ দেখি না হয় যারা যুদ্ধ কবলিত তাদের অংশ দেখি... কিন্তু এমন অনেক মানুষ থাকে যারা এ দু দলের কোনটিতেই নেই। । তবুও সেই যুদ্ধই কেড়ে নেয় তার সব কিছু...।

এটি একটি ইরাক,ইরান সম্মেলিত প্রচেষ্টার মুভি...। মুভিটি আমার মত আপনার মনেও দাগ কেটে রেখে যাবে বলেই আমার বিশ্বাস...। ***ইরানের মুভি ভাল লাগার পিছনে আমার প্রধান কারন হল তাদের উপস্থাপন প্রক্রিয়া। একটা অতি সরল জিনিসকে তারা এত সুন্দর করে তুলে ধরে যেটা আপনার মানসপটে গেঁথে যেতে বাধ্য। এই মুভিটিও এর ব্যতিক্রম নয়।

তাই এটিও আপনাদের সবার ভাল লাগবে বলেই মনে হয়। পরিচালক এখানে আপনার আবেগ নিয়ে খেলবে। মুভিটি দেখতে দেখতে আপনি কখনও হাত বোমায় হাত কাটা যাওয়া ছেলেকে পানি পান করতে দেখে কষ্ট পাবেন, পরমুহূর্তেই অবুঝ মনের ভালবাসা দেখে পুলকিত হবেন। কখনও সংলাপ আর লোকদের অজ্ঞতা দেখে হাসবেন, পরমুহূর্তেই নিষ্পাপ শিশুকে বাবার খোঁজ করতে দেখে চাইবেন নিজেই বেরিয়ে গিয়ে তাকে খুঁজে দিতে। দেখবেন যুদ্ধের বর্বরতা,অত্যাচার, পাশবিকতা কিভাবে অবুঝ হৃদয়ে আত্যহননের ইচ্ছাকে জাগ্রত করে।

***এবার আসা যাক কাহিনীতে... কাহিনী কতগুলি ছোটছোট বাচ্চার যুদ্ধের টিকে থাকার সংগ্রামকে কেন্দ্র করে। জর্জ বুশ ইরাক আক্রমন করার সময় ইরান, তুরস্ক সীমান্তে কুর্দিশ উদ্বাস্তু শিবীরে আশ্রয় নেয় হাজার হাজার উদ্বাস্তু। তাদের থাকতে দেয়া হয় পুরানো কোনও ট্যাঙ্ক এর খোল অথবা ব্যবহৃত কোনও কার্তুজ এর খোলে। সীমান্তের আশেপাশে অগনিত মাইন পোতা। এই মাইন তুলে বিক্রি করে ছোটরা অর্থ উপার্জন করে।

এই দুঃসাধ্য কাজ করতে গিয়ে অনেকেরই হাত, পা উড়ে যায়। ওখানে ইংরেজী জানা লোক যেমন পাওয়া দুঃস্কর, তেমনি যুদ্ধের খবরাখবর জানাও কঠিন। তাদের একমাত্র ভরসা আধা শিক্ষিত কিশোর Satellite(Soran Ebrahim)। টেলিভিশন সম্পর্কে ধারনা রাখে বলে তার এই নাম। এই কঠিন সময়েও তাদের কাজ আর হাস্যরস চলে পুরোদমে।

এর মাঝেই সে খুঁজে পায় Agrin(Avaz Latif) কে। অবুঝ মনেও লাগে বসন্তের হাওয়া। Agrin তার ভাই Pashow(Saddam Hossein Feysal) এবং ছোট এক ছেলেকে নিয়ে বাস করে। কিন্তু এই অল্প বয়সেই সে বারবার শিশুটিকে মেরে ফেলে নিজে আত্যহত্যা করতে চায়। কিন্তু কেন? এই যুদ্ধ তাকে কি এমন করে গেল যে সে নিজে বাঁচতে চায় না, অন্য একটি শিশুকেও বাঁচতে দিতে চায় না? Satellite এরই বা কি হল?? এই যুদ্ধ তাদের জন্য কি রেখে গেল? এসব প্রশ্নের উত্তর জানতে দেখুন অসম্ভব সুন্দর এই মুভিটি...............।

*** বিঃ দ্রঃ অনেকেই মুভিতে নামের সার্থকতা খুঁজেন... এই মুভিটি দেখুন... কচ্ছপকে উড়তে দেখার দৃশ্যে আমি শুধু হা হয়ে ছিলাম। লোপ পেয়েছিল আমার সব চিন্তা চেতনা। দেখুন তো...... আপনারও পায় কিনা......... Download link: Turtles Can Fly  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।