আমাদের কথা খুঁজে নিন

   

কুড়িয়ে পাওয়া ককটেলে শিশু আহত

রাজধানীর হাজারীবাগে ককটেল বিস্ফোরণে তানিয়া (১০) নামের একটি শিশু আহত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারাত্মক আহত শিশুটির ডান হাতের কবজি কেটে ফেলা হতে পারে বলে বার্ন ইউনিটের চিকিৎসকরা মনে করছেন। কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণেই আহত হয়েছে শিশু তানিয়া। গতকাল সকাল দশটার দিকে হাজারীবাগ পার্ক মাঠে সমবয়সী ভাই আলামিনকে নিয়ে খেলতে যায় তানিয়া। ওই সময় তারা কালো টেপে মোড়ানো একটি কৌটা পেয়ে তা বাসায় নিয়ে আসে।

বাসায় ফেরার পর তানিয়ার ছোট বোন কৌটাটি জানালা দিয়ে বাইরে ফেলে দিতে বললে তানিয়া জানালা দিয়ে ফেলে দেয়ার সময়ই তার হাতে ককটেলটির বিস্ফোরণ ঘটে। ককটেল বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গে রক্তাক্ত তানিয়া মাটিতে পড়ে যায়। বাসার লোকেরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজে এনে ভর্তি করে। তানিয়ার পিতা আবদুর রশিদ জানান, তার ছেলে আলামিন ও মেয়ে তানিয়া হাজারীবাগ পার্কে খেলতে গিয়ে কুড়িয়ে পায় ককটেলটি। ককটেলটি বাসায় নিয়ে আসার পর তার বিস্ফোরণ ঘটে।

 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।