আমাদের কথা খুঁজে নিন

   

বৈষন্নিক মগজে শব্দবিভ্রাট

স্বপ্ন নয়, প্রেম নয়, মাথার ভেতর এক বোধ কাজ করে, আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি। (ইয়াহু!!!!!!!! আমি এখন সামুর সেফ ব্লগার। দীর্ঘ নয়মাস পর কিছু লিখছি। এতদিন অভিমান করে কিছু লিখিনাই।) চারিদিকে অসুস্থ কোলাহল কথার চাবুক বিঁধে অবিরাম- অবিরত আমার বুকে। আকাশে বাতাসে অশান্তির চাদর, ছেয়ে আছে সমস্ত ইন্দ্রিয়তে। পঙ্গু হয়ে আছে আমার পঞ্চ ইন্দ্রিয় দেখতে পাইনা সুবোধ সুন্দর চারপাশে আমার ঘিরে আছে অসুর দানো, গিলে খায় কুঁড়ে কুঁড়ে সমস্ত চেতনা। ফিকে হয়ে আসে সব অনুভূতি ঘোলাটে হয়ে আসে আঁখি পল্লব ক্ষত বিক্ষত হয় ক্লান্ত পদযুগল, ঘিরে থাকে শুধু অস্থির কোলাহল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.