আমাদের কথা খুঁজে নিন

   

রেলকর্মীকে চড় ওবায়দুল কাদেরের

বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক ভাইজান মন্ত্রী হওয়ার আগে বেশ ফড় ফড় করতেন আর এখন হাতও তোললেন । ভয় হয় "বাইট্টা বেশী আডাইতে গিয়া না আবার ছিড়া যায়" যাত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ শুনে মহানন্দা এক্সপ্রেসের এক এফআইকে চড় মেরেছেন রেলমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন পরিদর্শনের সময় তিনি বলরাম দাস নামে ওই রেলকর্মীকে চড় মারেন। ওই সময় সাংবাদিকসহ অনেকেই সেখানে ছিলেন। এর আগে মন্ত্রী পাবনার পাকশীতে রেলের বিভাগীয় কার্যালয় পরিদর্শন করেন সকাল ৯টা এবং ভোরে চাটমোহর যান।

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে চাটমোহর রেলস্টেশন মাস্টার গাজী গোলাম ফেরদৌস ও পাকশী রেলভূমি (এস্টেট) অফিসের কানুনগো আমিরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিস দেওয়াসহ তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন মন্ত্রী। পরে ঈশ্বরদী জংশনে এক সংবাদ ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, “রেল সেক্টর দুর্নীতিতে ভরে গেছে। এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী রেলকে গলা টিপে হত্যা করছে। ” “রেলের স্লিপার ও তেল চুরি, টিকেট কালোবাজারি হচ্ছে, সবই লুটেপুটে খাচ্ছে এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী। কে কত সম্পদের মালিক হয়েছে- আমি তাদের ছাড়ব না,” বলেন তিনি।

রেলের দুর্নীতির তদন্তে দুর্নীতি দমন কমিশনকে কাজে লাগানো হবে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, পাকশী রেল বিভাগের সাড়ে ১৮শ’ একর জমির মধ্যে মাত্র ১১৩ একর রেলের দখলে রয়েছে। বাকি বেদখল সম্পত্তি একমাসের মধ্যে পুনর্দখল করা হবে। পাকশী যাওয়ার পথে পাবনা-কুষ্টিয়া সংযোগকারী লালন শাহ সেতু ও সেতুর টোলপ্লাজা পরিদর্শন করেন যোগাযোগমন্ত্রী কাদের। টোল প্ল¬াজায় অনিয়মের অভিযোগ শুনে ১৫ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।

মন্ত্রীর সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, সাংসদ শামসুর রহমান শরিফ ডিলু, রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় বিভাগের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম, রেলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আমিনুর রশিদ, পাকশী রেলওয়ে বিভাগীয় ম্যানেজার পঙ্কজ কুমার সাহা, ভূসম্পত্তি কর্মকর্তা কিরণ চন্দ্র রায় এবং গণমাধ্যমকর্মীরা ছিলেন। দুপুরে পাবনা সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন দলের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য কাদের। Click This Link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.