আমাদের কথা খুঁজে নিন

   

ঐই কেরে টর্চ মারে -- আমার জানালায় -- কোন হারামজাদা মারে -- ধর ধর ধর

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! ঐই কেরে টর্চ মারে -- আমার জানালায় -- কোন হারামজাদা মারে -- ধর ধর ধর -- জানালা খুলে দেখি আস্ত একটা থালার মতো লাইট ধরে আছে কে জানো -- মস্করা করে নি বাহে ? আই কিন্তু মস্করা এক্কেবারে সহ্য করবার পারি না হু :\ !! তারপর আইজ-উদ্দিন - জানালার ভারী পর্দা বন্ধ করে -- ছাদে সন্ধার ফুলে গন্ধে মাতাল করা ঘ্রানে ভড়ে উঠেছে ঘড় - বৃদ্ধ বয়েসে তারও যেন তরুন্যতায় উদ্দ্যপ্ত করে - সেও ছুটে যায় বেলকনির ধারে - অপলক দৃষ্টিতে আকাশ পানে তাকিয়ে থাকে ভাড়ি চশমা চোখে চরিয়ে -- ভাবলেশ মনো ভাবে কোথায় যেন হারিয়ে যায় আইজ-উদ্দ্যিন - সেই স্মৃতি-রম্থন কিছু দৃশ্য ঝাপছা পিটপিট করে ফেলা চোখে ভড় করে -- সেই সব দিন রাত্তির কথা সেই মুহুর্তে অবলোবন হতে থাকে - মাথার ভিতর প্রবল ঘোর হতে থাকে -- আনন্দ নাকি দুঃখের নোনা জল খসে পরে সেই ক্ষিট ক্ষিটে লোকটার চোখে...............সব স্মৃতি আনন্দের নহে সব স্মৃতি কষ্টে নহে - হয়তো আনন্দ আর কষ্টে মাঝামাঝি কিছু একটা হবে -- রাস্তার মাঝে জোছনার সমুদ্র বুকের ভেতরের কাব্য হারিয়ে যাওয়া মানুষটাকে বুকে নিয়ে ভাববো (মাহতাব সমুদ্র ) এই কবিতাটা ঠোটেঁর আগায় বারবার এসে আওড়ে যাচ্ছে - চোখের পাতায় নোনা স্বাদে ভড়ে উঠছে -- হতো তোমায় নিয়ে আবার কোন জোছনায় দেখা হবে --হবে হয়তো -- অপেক্ষা - প্রতিক্ষা -- !! আহহাহাহাহহহাহাহা কি লিখতে গিয়ে কি লিখলাম -- গল্প আকারে লিখলাম - BLUE MOON ON THE SKY - আজ অদ্ভত সুন্দর লাগছে চাদঁটাকে --বারবার জম্মাতে রাজি এমন দৃশ্য দেখতে -- এই ব্লু মুন আবার দেখতে পারবেন ২০১৫ তাই বলছি যারা এখনও জাগ্রত আছেন তারা দেখে নিতে পারেন জানালার ফাক দিয়ে !! --ছবিটা আমার বেলকনির ফাঁক দিয়ে তুলা ধন্যবাদ সাইবার সোর্ট সনি  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।