আমাদের কথা খুঁজে নিন

   

নীল চাঁদ কি আসলেই নীল?

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed . এটা ছোট্ট একটা ভুল সংশোধনমুলক পোস্ট। Blue Moon" বলতে মানুষ কি বুঝতেসে এই নিয়ে আমি একটু confused. এইটা নিয়া দেখি facebook এ অনেক post আর comment। অনেকে আজ binocular নিয়া বাইর হইসে নীল চাঁদ দেখার জন্য। আগামি ৩ বছর আর এই নীল চাঁদ দেখা যাবে না। তাই যারা দেখে নাই তাদের দেরি না করে দেখে নেয়ার জন্য বেরিয়ে পরার উপদেশ দেয়া হচ্ছে অনেক status এ।

না, চাঁদ দেখলে কোন ক্ষতি নাই। তার সৌন্দর্যে পুলকিত হওয়া ও পাপের কিছু নয়। কিন্তু একটা ভুল ধারনা পোষণ করাটা দোষের। Blue Moon এর সাথে অন্যান্য পূর্ণিমার চাঁদ এর কোন পার্থক্যই নেই। অনেকের ধারণা Blue Moon বোধহয় নীল রঙের হয়।

এর জোছনা ও নীল হয় বলে অনেকে মনে করেন। অনেকেই এর বাংলা অনুবাদ করেছেন নীল চাঁদ। এটা ভুল ধারণা। আসলে Blue Moon কি? একই মাসে যদি ২ টা পূর্ণিমা হয় তাহলে ২য় পূর্ণিমার চাঁদটাকেই বলা হয় Blue Moon. এর বাড়তি আর কোন specialty নাই। প্রতি পৌনে তিন বছর পরপর ব্লু-মুন দেখা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।