আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের সেরা দশ দর্শনীয় স্থান.......

মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ। তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম বাংলাদেশের সেরা দশটি দর্শনীয় স্থানের একটি ছবিব্লগ। আমি আমার মত করে সাজিয়ে দিলাম। আপনাদের মতে সেরার তালিকাটা আপনারা কমেন্টস করে যানাতে পারেন।

১| কক্সবাজার সমুদ্রসৈকত,চট্টগ্রাম বিভাগে অবস্থিত। যার একপাশে আছে পাহাড় আর এক দিকে আছে বিস্তীর্ন জলাভুমি। এই দুই সৌন্দর্যই এখানে একত্রে দেখা যায়। ২| সুন্দরবন,খুলনা বিভাগে অবস্থিত। যেখানে আছে আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের অবাধ বিচরন।

এ বনটি বাংলাদেশের ফুসফুস হিসেবে আমাদের সকলকে বাচিয়ে রেখেছে। ৩| কুয়াকাটা সমুদ্রসৈকত,বরিশাল বিভাগে অবস্থিত। পৃথিবীর অন্যতম দর্শনীয় স্থান। এখান থেকে সমুদ্রের বুকে সূর্য উদয় ও সূর্য অস্ত দুটোরই দেখা পাওয়া যায়। ৪।

মাধপকুন্ড জলপ্রপাত, এখানে দেখা মেলে পাহাড় থেকে গড়িয়ে পরা পানি। যাকে আমরা ঝর্না নামে জানি। ৫। সেন্ট মার্টিনস দ্বীপ,এখানে চারপাশে বিপুল জলরাশির মাঝখানে জেগে আছে সারি সারি দ্বীপ। পাথর আর ঝিনুকের মিলনমেলা এখানে দেখা যায়।

৬। চা বাগান, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে দেখা জায়। তবে সিলেটেই বেশি দেখা যায় পাহাড়ের পর পাহাড় জুড়ে বিস্তীর্ণ চা বাগান। ৭। সোমপুর বিহার, পাহাড়পুরে অবস্থিত এই বিহারটি দেশের একটি অতি প্রাচীন ঐতিহাসিক নিদর্শন।

৮। ষাট গম্ভুজ মসজিদ, খুলনা বিভাগের বাগেরহাটে অবস্থিত দেশের এই অনন্য পুরাকীর্তিটি। এর পাশেই রয়েছে হযরত খানজাহান আলির মাজার। ৯। লালবাগ কেল্লা, ঢাকা শহরের ভিতরে দর্শনীয় স্থানগুলোর মাঝে অন্যতম।

বিশাল এলাকা জুরে অবস্থিত এটিও বাংলাদেশের আরেকটি পুরাকীর্তি। ১০। রবিন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, এটি কুষ্টিয়া জেলায় অবস্থিত। চমৎকার এই বাড়িটির পাশেই রয়েছে পিকনিক স্পট। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.