আমাদের কথা খুঁজে নিন

   

ঈসপের অল্প সল্প গল্পঃ ইঁদুর ও হাতি

আমার অনুবাদকৃত ঈসপের গল্পগুচ্ছের তৃতীয় পর্ব নিচে দেয়া হল। যারা সিরিজের প্রথম দুটো গল্প মিস করেছেন তারা পড়ুন - রাজা অভিলাষী ব্যাঙেরা নেকড়ে এবং তার ছায়া ইঁদুর ও হাতি রাজপথ ধরে হাটছিলো এক ইঁদুর। খর্বাকৃতি এবং ইঁদুর হওয়ার দুর্নাম মাথায় নিয়েও এই ইঁদুর ছিল ভীষন অহঙ্কারি। কিছুদুর সামনে যেতেই তার শোরগোল কানে আসলো এবং অল্পক্ষনের মধ্যেই ইঁদুরের নজরে এল রাজা এবং তার লোকলস্করের মিছিল। জাঁকাল সাজে সাজানো হাতির পিঠে তার পোষা কুকুর ও বিড়ালকে নিয়ে হাওদায় চড়েছিলেন রাজা।

পেছনে ছিল প্রজাদের বিশাল মিছিল। সবাই হাতির সাজের প্রশংসায় এত মগ্ন ছিল যে কেউ ইঁদুরকে খেয়ালই করছিল না। ইঁদুরের আত্মগরিমায় ঘা লাগল। "বেকুবের দল আমার দিকে তাকাও!" চিৎকার করল ইঁদুর, "তাতে এই জবড়জং হাতিকে তোমরা ভুলে যাবে। হাতির বিশাল আকার দেখেই তোমাদের চোখ ছানাবড়া? নাকি ওর কুঁচকানো চামড়া দেখে? আমারতো ওর মত চোখ-কান আছে।

পা-ও আছে সমান সমান! আমার কদরও তার মত হওয়া" - কথা শেষ করার সুযোগ না দিয়েই রাজার বিড়াল ইঁদুরটির সামনে উদয় হল। ইঁদুর তার কদর হাড়ে হাড়ে টের পেল। গল্পটির দর্শনঃ বিখ্যাতদের সাথে সবার কিছু মিল থাকলেও সবাই বিশিষ্ট হতে পারে না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।