আমাদের কথা খুঁজে নিন

   

সমাজ সংস্কার নয় সমাজ পরিবর্তন চাই।

সত্যের সন্ধানে আশা করি সমাজের বিবেকবান, নীতিবোধসম্পন্ন এবং যারা আসলেই উন্নত মনের অধিকারী তারা নিশ্চয়ই এ লেখা পড়ে মন খারাপ করবেন না। বর্তমানে বাংলাদেশে মানবিক/আত্মিক/বুদ্ধিবৃত্মিক/মানসিক সমস্যার এক মহাবিপর্যয়ের অশুভ ছায়া নেমে এসেছে। সরকার/বিরোধী দল, ডান/বাম দল, ধর্মীয়/অধর্মীয় দল, লেখক/সাংবাদিক, বিচারপতি/আইনজীবী, ছাত্র-শিক্ষক, আমলা / চাকুরীজীবী, পেশাজীবী, ইমাম / পুরোহিত / ফাদার / ভিক্ষু / সাধু / সন্যাসী, কৃষক, কুলি, মজুর, কামার, কুমার, চালক, রিকশাচালক এছাড়াও আরও অন্যান্য পেশার মানুষেরা আজ নৈতিকতার তলানির একই বিন্দুতে মিলিত হয়েছে। কেমন যেন অন্ধকার যুগের গন্ধ ভেসে আসে। যেখানে নৈতিকতার লেশমাত্র নেই।

সরকার নিজের আখের গোছাতে ব্যাস্ত। লিমনের মত সাধারণ নাগরিককেও যারা ভয় পায়। বিরোধী দলের নির্লিপ্ততা/ নির্লজ্জতা বিবেকের চরম সীমা অতিক্রম করে গেছে। ডান আর বাম দলের মাঝে আজ কোন পার্থক্য দেখা যায় না। ধর্ম ভিত্তিক দলগুলো আজ ধর্ম ব্যাবসায় পটু।

নাস্তিকেরা সংশয়বাদীতে পরিণত হয়েছে। লেখক/সাংবাদিক, বিচারপতি/আইনজীবী, ছাত্র-শিক্ষক, আমলা / চাকুরীজীবী, পেশাজীবীরা নৈতিকতা বিকিয়ে দিয়ে লেজুড়বৃত্তিতে মত্ত । মসজিদের ইমামগণ আজ সমাজপতিদের মোছাহেবের ভুমিকায় অবতীর্ণ। আর পুরোহিত / ফাদার / ভিক্ষু / সাধু / সন্যাসীরা পাহাড়ের চুড়ায় বসে জনগণকে ভাল পথে চলার নির্দেশ দিচ্ছেন, এতেই তাদের কৃচ্ছ সাধন হচ্ছে। কৃষক, কুলি, মজুর, কামার, কুমার, চালক, রিকশাচালক এদের মাঝে কিছু ভাল আর কিছু আজিব কিচিম দেখা যায়।

সবচেয়ে আজব কিছিম হচ্ছে বুদ্ধিজীবী। এদের চতুরতা আজ দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। মোদ্দাকথা, সমাজের এতটা দেউলিয়াপনা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? যেখানে ভাল/ মন্দ, সততা / অসততা মিলেমিশে একাকার সেখানে আমাদের সমাজ সংস্কার করে কতদিন এমন বেশ্যাবৃত্তিক সমাজের ঘানি টানতে হবে? আমাদের কি সময় হয়নি সমাজের পরিবর্তন আনার? আমুল পরিবর্তন? যদি আমার কথাগুলো মিথ্যা হয় তাহলে আমি ফাঁসির কাষ্ঠে দাঁড়াতেও প্রস্তুত। আমাকে কেউ ভুল প্রমান করলে ক্ষমা চাইব। ভাল মানুষতো অবশ্যই আছেন কিন্তু তাদের অবস্থা অত্যন্ত করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.