আমাদের কথা খুঁজে নিন

   

সমকামীতায় সমর্থনদানকারী গিলার্ডকে স্বামীর সমকামিতার বিষয়ে প্রশ্ন করায় ডিজে চাকরিচ্যুত

আপনার জীবনসঙ্গী সমকামি হলে কি করবেন’- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকে এমন প্রশ্ন করায় দেশটির এক রেডিও উপস্থাপককে (ডিজে) চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার গিলার্ডকে লাইভ অনুষ্ঠানে ডিজে হাওয়ার্ড স্যাটলার প্রশ্ন করেন- আপনার স্বামী টিম ম্যাথিউসন একজন হেয়ারড্রেসার। সুতরাং তিনি সমকামী হতে পারেন। যদি তিনি সমকামী হন তাহলে আপনার মন্তব্য কি? অস্ট্রেলিয়ায় ১৪ সেপ্টম্বর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে প্রস্তুতির অংশ হিসেবে ওই ডিজে’কে সাক্ষাৎকার দিচ্ছিলেন গিলার্ড। এমন প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে কিছুটা বিব্রতবোধ করেন গিলার্ড।

পরক্ষণেই এমন প্রশ্নকে অযৌক্তি বলে উড়িয়ে দেন। তিনি এভাবে সাধারণীকরণের কোন প্রাসঙ্গিকতা নেই বলেও দাবি করেন। লাইভ অনুষ্ঠানে স্বয়ং প্রধানমন্ত্রীকে এমন বিব্রতকর প্রশ্ন করার জন্য ফায়ারফক্স রেডিও কর্তৃপক্ষ ওই ডিজেকে প্রথমে অনুষ্ঠান থেকে বহিষ্কার পরে চাকরিচ্যুত করে। রেডিও কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে ‘সম্মানহানিকর’ এমন প্রশ্ন করার জন্য ক্ষমাও চেযেছে। মুলত এরা হারামে জনগনকে মশগুল করে রাখলেও নিজের বেলায় তা পছন্দ করেনা ।

মুল ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।