আমাদের কথা খুঁজে নিন

   

==== পিপঁড়ের গান ===== - আন রিলিজ সং

ও গানওয়ালা, আর একটা গান গাও... আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। হুট করে পিঁপড়েটা ঢুকে গেল মগজে। বলে হেসে আমাকে লিখে ফেল কাগজে। আঁকব কি করে বল তোমাকে যে চিনি না। চেহারা কেমন তোমার হাত মাথা কখানা।

তাছাড়া আমি তো আজ রং তুলি কিনিনি। সত্যি কথা কি জানো আঁকতেই শিখিনি, হেই....... যাই পারো এক ফেল নইলেই জ্বালাবো রং গায়ে মেখে তবে মাথা থেকে বেরুবো হেই.... প্রয়োজনে মদিরা মগজে ছিটিয়ে নাও চোখ বুঝে আমাকে তার পর খুজে যাও। বেদনার মত নীল আমার গায়ের সাজ। আমার মাথার তাজে ধূসর জরির কাজ। বদলে যেতেই তুমি আমিও যে জন্মাই।

জন্মেই ঢুকে পরে বেপরোয়া কামড়াই। এই বিষে তুমি বল একা কেন জ্বলবে। একে একে পিঁপড়েরা সবাইকে ধরবে। তাইতো ভাবি আমি আর তবে দেরি নয় দিনে রাতে আর নয়, নয় আর অভিনয়। হে.. ভয়টুকু ঝেড়ে ফেলে আঁকবই ছবিটা দেখিনা কেমন ঐ মগজের পিঁপড়েটা।

হুট করে পিঁপড়েটা ঢুকে গেল মগজে। বলে হেসে আমাকে লিখে ফেল কাগজে। আঁকব কি করে বল তোমাকে যে চিনি না। চেহারা কেমন তোমার হাত মাথা কখানা। তাছাড়া আমি তো আজ রং তুলি কিনিনি।

সত্যি কথা কি জানো আঁকতেই শিখিনি, হেই....... যাই পারো এক ফেল নইলেই জ্বালাবো রং গায়ে মেখে তবে মাথা থেকে বেরুবো হেই.... এমপিথ্রি  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।