আমাদের কথা খুঁজে নিন

   

‘পাবলিক প্লেসে’ ধূমপানের শাস্তি ৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা

কোন পথে এগুচ্ছে দেশ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। পাবলিক প্লেস (যেসব স্থানে ধূমপান বা তামাকজাত দ্রব্য ব্যবহারের জন্য শাস্তি দেওয়া যাবে)- পাবলিক প্লেস বলতে সম্মিলিতভাবে ব্যবহারযোগ্য বিভিন্ন সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার স্থান বা ভবনকে বোঝানো হয়েছে।যেমন- শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, খেলার মাঠ, বিভিন্ন অফিস, বিপণিবিতান, বাজার, জনসমাবেশ, মেলা, বাসস্ট্যান্ড ও বাসযাত্রীদের দাঁড়ানোর লাইন এবং পাবলিক টয়লেট। কারা এ আইন বাস্তবায়ন করবেনঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ জন্য জরিমানা করতে পারবেন। এ আইন বাস্তবায়নে ব্যর্থ হলে ‘পাবলিক প্লেস’-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকেও ৫০০ টাকা জরিমানার বিধান যোগ করা হয়েছে। তামাক জাতীয় দ্রব্য কী কীঃ বিড়ি ও সিগারেট ছাড়াও গুল, জর্দা, খৈনি ও তামাকের সাদা পাতাও তামাকজাতীয় দ্রব্য হিসেবে গণ্য হবে। তামাক ও তামাকজাতীয় গাছের শিকড়, ডাল বা অন্যান্য অংশকেও সংশোধিত আইনে ‘তামাকজাতীয় দ্রব্য’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। খসড়ায় তামাকজাত পণ্যের বিজ্ঞাপন দিলে ও প্রচার করলে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। বর্তমানে আইনেও এ জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন দেওয়া ও প্রচার নিষিদ্ধ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.