আমাদের কথা খুঁজে নিন

   

ভূত ঢুকেছে বলগে নাকি আটুল বাটুল ভূত

আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন ভূত ঢুকেছে বলগে নাকি আটুল বাটুল ভূত এরে বকে ওরে জ্বালায় পায় না কোনো যুৎ হঠাৎ এসে মারে বকা না পেলেও খুৎ এমন পাঁজি সেরম গোঁয়ার চুলবুলানি ভূত ভয় পায় না ভূত দেখেও আছে এমন পুত কেমনে থাকি বলগে এবার ধুত্তুরি যা ধুত ভূত হয়েছি এখন আমি লম্বা-চিকন ভূত আমায় দেখে ভূতেরা সব তাকায় কুতুর কুত ‘গিল্লা খামু পান্নি ছাড়া’ আটুল-বাটুল ভূত পালিয়ে যাবে আমার ভয়ে কেউ পাবে না যুৎ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।