আমাদের কথা খুঁজে নিন

   

( কিছুটা অশ্লীল শব্দ প্রয়োগ আছে, তাই নিজ দায়িত্ব পড়বেন)- 'মাওলানা সাঈদী জেলে বন্দী' এই কারনে নাকি ঈদের সময় এত বৃষ্টি, ভুমিকম্প। হা হা হা হা হা। ও'রে কে আছিস- আমাকে একটু ধর।

আমি একাই পৃথিবী। সামাজিক যোগাযোগ মাধ্যম http://www.facebook.com/kalponikvalo আমি কিছুক্ষন আগে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে গিয়েছিলাম। গুলশান ২ এর মোড়ে একটি রেস্টূরেন্টে ফাকা টেবিল এর জন্য অপেক্ষা করছি। বেশ কিছুক্ষন অপেক্ষা পর একটা টেবিল পাওয়া গেল, যা অন্য দুইজনের সাথে শেয়ার করতে হবে। খাওয়া দিল, আমি নিবিষ্ট মনে খাচ্ছি।

হঠাৎ সামনে বসা দুইজনের কথা কানে এলো। সাঈদীকে নিয়ে কি যেন বলছে। আমি চোখ তুলে তাকাতেই মনে হল আমাকে কিছুটা শুনিয়ে শুনিয়ে পাশের জনকে বলছে, এই যে দেশে এখন এত সমস্যা, বন্যা, অতি বৃষ্টি, ভুমিকম্প, কেন হচ্ছে জানেন? কেন? পাশের জন জিজ্ঞেস করল আরে ভাই, এই জালিম সরকার দেশের সব আলেমদের কি সব মিথ্য কেসে ফাঁসাইয়া জেলে ঢুকাইসে আপনি দেখছেন? যেমন ধরেন মাওলানা সাইদী সাহেব, আহা, কত বড় একজন আলেম। তারে কি কষ্টটাই না দিচ্ছে। এই টুকু বলে তিনি আমার দিকে তাকালেন, তারপর অনেকটা ফিসফিসিয়ে বললেন, এই যে ঈদের সময় এত বৃষ্টি হইল, কিছু দিন আগে ভুমিকম্প হইল, এইগুলো সবই তারে কষ্ট দেয়ার শাস্তি।

আমি মাত্র রুটি ছিড়ে মুখে দিচ্ছিলাম, এই ধরনের কথা শুনে আমার তো বিষম খাবার দশা হলো। দেখি তিনি বলেই যাচ্ছেন, ঈদের একটা আনন্দের দিনেও আমাদের কপালে আজাব জুটল। বেচারার ছেলে মারা গেল, উনারে সরকার জানতে দিল না, জানাযার এক ঘন্টা আগে তিনি জানলো। এত বড় অন্যায়, আমরা মেনে নিলেও উপরওয়ালা মানবেন না। দেখেন সামনে আরো কত আজাব আসে।

আমার আর সহ্য হইল না। আমি হাসিমুখে বললাম, ভাই, বলদ চিনেন? তিনি কিছুটা তথমত থেকে জিজ্ঞেস করলেন, জি আমাকে বললেন? আমি বললাম, জি, আপনাকেই বলছি। চিনেন বলদ? উনি বললেন, না চেনার কি আছে? আপনি চিনেন না? এতদিন তো জানতাম, বলদ মানে যে গরুর বিচি নাই, তারে বলদ বলে, আপনারে দেইখা মনে হলে যেসব মানুষের বিচি নাই তারেও বলদ বলে। সে কিছুটা চোখ ছোট ছোট করে আমার দিকে চেয়ে বলল, আপনি কি বলতে চান? আমি আবারও হাসি হাসি মুখে বললাম, তেমন কিছু বলতে চাই না। আপনার একটা ছবি তুলতে চাই, আমি চাই সবাই মানুষ বলদকে চিনুক।

মিয়া ফাইজলামী করেন? সাইদীরে জেলে নিসে দেইখা ঈদের দিন বৃষ্টি হইসে, ভুমিকম্প হইসে? এই সব আবে তাবে কথা বলার জন্য চটকাইয়া আপনার দাঁত ফালাইয়া দেয়া দরকার। ছাগল কোনখানকার। আপনে বললেন, উনার পোলা মরার খবর উনাকে জানাযার ১ ঘণ্টা আগে দিসে। আরে যার জন্য উপরওয়ালা পৃথিবীতে এই ভুমিকম্প, বৃষ্টি ইত্যাদি আজাব দিসে, এমন জিরিরেআলার তো গায়েবি ভাবে অনেক আগেই জানার কথা ওর পোলা মরসে? জবাব দেন, ও কেন আগে জানে নাই? কেন টিভির সামনে কান্দাকান্দি করছে? আপনারে আসলে ডিম থ্যারাপী দেয়া দরকার। তাইলে অনেক কিছুই বুঝবেন।

এই জাতীয় ক্যাচাল দেখে আশেপাশে মানুষ কিছু মানুষ এগিয়ে আসে। আমি এই মহা বানচোতকে তাদের হাতে ছেঁড়ে দিয়ে চলে আসি। প্রিয় ব্লগারবৃন্দ ( ছাগুরা বাদে, যার চাইদী সাহেবের জন্য মায়া কান্না কাদেন), এই জাতীয় অনেক মানুষ আছে আমাদের আশে পাশে। এরা খুব সুন্দর ভাবে মানুষকে প্রতারিত করছে। জামাত শিবিরের এটা নতুন একটা কর্মজজ্ঞ।

আপনি দেখেন, কিভাবে তারা প্রাকৃ্তিক একটি ঘটনাকে কোন দিকে নিয়ে যায়। আমাদের গ্রামে গঞ্জে যারা থাকেন, তাদের মধ্য অনেক সহজ সরল ব্যক্তি আছে। তারা এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হয়। আমাদের ব্লগেও জ্ঞানপাপীর সংখ্যা কম নয়। কিছুক্ষন আগে দেখলাম একজন নীল আমর্স্ট্রং মুসলামান হয়েছেন কিনা কিংবা মুসলিম হওয়াতে তাকে হত্যা করেছেন কিনা নিয়ে একটি পোষ্ট দিয়েছেন।

এই গুলো হচ্ছে শুধু শুধু কিছু গুজব ছড়াবার কিছু পায়তারা। এই জাতীয় সকল মানুষের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে আপনার মত ধর্ম পালন করেন। আপনাদের দর্শন আমাদের জানার দরকার নেই। আমরা খারাপ মুসলিম হিসেবে দোযগে গেলেও ভালো। একজন নির্বোধ বন্ধুর চাইতে একজন বুদ্ধিমান শত্রুও ভাল।

আপনার ইসলামের সেবা করার দরকার নেই। আপনাদের বির্তকিত মনভাব আপনার পোষন করুন। এবং আখিরাতে বেহেস্তের উচ্চ শিখরে থাকেন। সাইদী সাহেবের ভক্তদের মত যদি উল্টা পালটা কথা যারা বলেন, তাদের জন্য সর্তক হবার সময় এসেছে। মানুষ ঘাস খায় না।

আজকে হোটেলে গিয়ে সেটাই দেখলাম। আমি বা আমরা হয়ত হালকা মুখে কিছু বইলা ছাড়া দিমু কিন্তু, পাবলিকের হাতে ধরা পড়লে, বিচি শুদ্ধা খুইলা রাইখা দিব। পরে সারা জীবন ছাগুগো পায়ুকামের স্বীকার হবেন। জয় সাইদী, ডিম বাবা জিন্দাবাদ। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।