আমাদের কথা খুঁজে নিন

   

অনিবার্য পিপাসার কাছে

যারা কোমল ভোরের কথা বলেছিল আর যারা হৃদয়হীন পরিহাসহীন প্রকৃতির কথা বলেছিল তারা সকলেই জড় হয়েছে টেকসই আগুন আর বৃক্ষের পাদদেশে । যেন পাপ পক্ষালন শেষে সন্ত এসে দাঁড়িয়েছেন প্রার্থনাগৃহে। শুভ্র ও সুন্দর! আর নদী নিস্তরঙ্গ । জলের মৃদু কল্লোল আর পানিউড়ি পাখিদের ডানার বিক্ষেপ শিশির কণার মতো ঝরে পড়ছে বাতাসে। যেসব দুষ্কৃতি একদা পুড়িয়ে দিয়েছিল ঘরদোর, মাঠ ও ফসলের গরিমা ।

যারা শুধু পোড়ামাটির জন্য হায়েনা হয়েছিল তাদের হিংস্রতার ছাপের উপর গড়ে উঠেছে এই টেকসই আগুন ও বৃক্ষ । ভালোবাসা জড়ানো হৃৎকম্পন। আমাদের দ্রোহ আর প্রেমের আকাঙ্ক্ষা আর ঈপ্সার ইমারত। হাতছানি দেয়া ভঙ্গুর স্বপ্নগুলো জড়ো হবে বৃক্ষ, আগুন আর নদীর কাছে। লালিত মনন ও অনিবার্য পিপাসার কাছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।