আমাদের কথা খুঁজে নিন

   

ফাঁকা বুক-ফাটা কপাল-সুন্দরী বউ

বড়লোক কোন বিত্তশালী লোকেরপরিচয় নয়, বড়লোক হচ্ছে বড় মনের লোক আর বিত্তশালী লোক হচ্ছে ধনীলোক আহা!!!! মাইনষের সুন্দরী বউ দেখলে বুকটা ফাঁকা-ফাঁকা লাগে। এইতো সেই দিন এক বড় ভাইয়ের বিয়া খাইতে গেছিলাম, কি সুন্দরী বউ। আহা দেখলেই চউক্ষে আরাম লাগে। একবার মনে হইল ভাইরে কই, ভাই আস তোমার কপালের লগে কপাল ঘইসা যাই। তোমার কপালের কাছ দিয়া গেলেও আমি ধন্য।

মাগার কইবার পারলাম না। কি হইব কইয়া হেই কপাল কি আর আংগর আছে। কোথায় আইয়ুব খান কোথায় খিলি পান। মনে মনে নিজেরে বুঝাই গোলাপ ফুলে কাঁটা থাকে, সুতরাং সাধু সাবধান (যদিও মন মানেনা)। ভাইসব যারা এখনো আমার মত বিয়া করেন নাই আসেন আমরা নূরানী নাময শিক্ষা থিকা সুন্দরী বউ পাওনের আমল শিখি ও আমল করি।

বি. দ্রঃ কেউ কোন আমল জানলে আওয়াজ দিয়েন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।