আমাদের কথা খুঁজে নিন

   

ফাঁকা

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

মধ্যরাতের উঠোন থেকে সরে যায় কুচকুচে ছায়া জীবনের ক্ষুদ্রগোলা শূন্য করে উড়ে যায় রাতপাখি সে পুকুর পাড়ে দলিত হতে চায় পাখনা থেকে খসাতে চায় আলোর নথ বাঁশঝাড়ের মাদকতায় ‘শূন্য’ হয়ে ওঠে বকুলের গন্ধনাভিতে উঠে আসে দেয়ালের গোপন কথা কলপাড়ে তাঁর ফাঁকা ফাঁকা লাগে বেড়ার ফাঁকে প্রজাপতির চোখ ঠিকরে দুইখানা চক্ষু হয়ে ওঠে উন্মত্ত বালক শিকারির তীরে বিমর্ষ প্রেয়সী পিছনে ভূঊরুতে থোকা থোকা বুনোফুলের মায়া ফেটে গভীর দৃষ্টির ক্ষতে কুসুমের ফরসা বাহুর মেঘ ভেসে ওঠে হলুদ বাটা মুহূর্তের ঘোমটাতে সুখ জীবন ঘষা আগুনের তলে চাপা পড়েই থাকে ফাঁকা শিকারির তীর, বিমর্ষ পুকুর

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।