আমাদের কথা খুঁজে নিন

   

[ যে আঁধারের অপেক্ষায় ]

[ আমাকে খোঁজো না তুমি বহুদিন- কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো;- এক নক্ষত্রের নিচে তবুও- একই আলোপৃথিবীর পারে আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, © জীবনানন্দ দাশ ] আঁধার একদিন সব আলোকে গিলে খাবে কালো খামে ভরে সূর্যকে ফেরত পাঠাবে কৃষ্ণগহ্বরের কাছে , সেদিনের আঁধার লোডশেডিংযের আঁধারের মত নয় । সে আঁধারে একজন্ম চেয়ে থাকলেও কেউ দেখবে না কিছু কেউ দেখবেনা কারো আসা যাওয়া । সে আধারেই মানুষ জানবে মন বলে কিছু একটা আছে । চোখ দিয়ে শরীর মুখস্ত করার পর যে প্রেমিক প্রেম নিবেদন করে উর্বষীকে, সেসব প্রেমের মৃত্যু হবে সে দিন সে অন্ধকারে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।