আমাদের কথা খুঁজে নিন

   

সফটওয়্যার পাইরেসি - সফটওয়্যার ডেভেলপমেন্ট হাতের মোয়া।

তন্ময়-অন-রান.ব্লগস্পট.কম লাখ টাকার সফটওয়্যার এর কালেকশন ৪০ টাকার ডিস্কে কিনেই অভ্যস্ত আমরা। আমরা অনেকেই জানি এই সফটওয়্যারগুলোর দাম কত। কৌতুহলীরা বিভিন্ন ওয়েবসাইট ঘেটে ঘেটে দাম দেখে আর চোখ কপালে তোলে। কেউ কেউ অবশ্য এই খোঁজ রাখে না যে সফটওয়্যার এর দাম আসলে কতো, কিন্তু এটা জানে যে তা অনেক বড় একটা এ্যামাউন্ট। আবার অনেকের মনে কখনো এই প্রশ্নটাই আসে নাই কখনো।

আমি নিজেও আজ পর্যন্ত একটি সফটওয়্যারও টাকা দিয়ে কিনে ব্যবহার করি নাই। একটা ডিভিডিতে যতগুলি সফটওয়্যার থাকে সেগুলো ব্যবহার করেই শেষ করা মুশকিল। সফটওয়্যার এর পাশাপাশি ভিডিও গেইম এর দামও অনেক অনেক বেশি। ভিডিও গেইমও এক প্রকারের সফটওয়্যারই। আসলে ব্যাক এন্ড এ সবই হচ্ছে প্রোগ্রামস এর সমন্বয়।

যাই হোক, পোস্ট লিখার উদ্দেশ্য হলো যে, পড়াশোনার শেষ প্রায়। আমি নিজেই একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠা পেতে চাই। পোর্টফলিওতে প্রজেক্ট এ্যাড করার জন্য ঘুরে ঘুরে ২ টা কাজ হাতে পেয়েছি। ১ম কাজটি একটি ছোটখাটো স্কুল এর ম্যানেজমেন্ট সিস্টেম। তারা এখন কাজগুলো এক্সেলে করে।

বিভিন্ন স্কুল, ব্যাংক ইত্যাদিতে তারা সফটওয়্যার এর ব্যবহার দেখেছে। এখন তারাও একটা ফ্লেক্সিবল সফটওয়্যার চায়। যা হোক, এই সফটওয়্যার এর জন্য তারা আমাকে কতো টাকা দিতে চাইছে জানেন? ১০,০০০ টাকা !!! অনেক টাকা না !!! তাদের সাথে মিটিং এর সময় তারা এই পুরো কাজটিকে এতটাই তুচ্ছ-তাচ্ছিল্য আর সহজ-সাধারণ একটা কাজ হিসেবে প্রতীয়মাণ করছিলো যে রাগে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিলো। শুধু পোর্টফলিও এর জন্য বাধ্য হয়ে সম্মতি জানিয়ে এসেছিলাম। আবার দ্বিতীয় প্রজেক্টটি একটি ওয়েবসাইটের।

একটি অনলাইন এক্সামিনেশন সিস্টেম তৈরী করে দিতে হবে। সাথে শিক্ষার্থী এবং প্রশ্ন প্রনোয়নকারী উভয়ের জন্য একটি ব্লগ পাতা। এবং রেজিস্টার্ড ইউজারদের মধ্যে ম্যাসেজ আদানপ্রদান কারার ব্যবস্থা থাকতে হবে। এই কাজের জন্য তিনি অফার করেছেন ১৫,০০০ টাকা। অথচ এক্সাম দেওয়ার বিষয়টাতে তিনি যত কন্ডিশন এ্যাপ্লাই করেছেন তাতে শুধু এই মডিউলটার জন্যই তার মিনিমাম ৫০,০০০ দেওয়া উচিত।

যাই হোক, এই কাজটাতে এখনো সম্মতি দেওয়া হয় নি। দিবো। এখন বিষয় হলো, দু'টি কারণে (আরো থাকতেই পারে) সফটওয়্যার/ওয়েব ডেভেলপিং এর মার্কেটের এই হাল হতে পারে। প্রথমত: পাইরেটেড সফটওয়্যার এর ব্যবহার সাধারণের মধ্যে (আমিও পরি এর মধ্যে) একটা ধারণাই ঢুকায় দিছে যে সফটওয়্যার দাম তেমন না। অথবা, হয়তোবা এসব কাজ কমেই করা হয়।

দ্বিতীয়ত: আমার মতো আরো অনেক শিক্ষানবীশ/নতুন ডেভেলপাররা অল্প টাকায় "হ্যাঁ" বলে দেয় জন্যই তারা পেয়ে বসেছে। তারা ভাবছে, একজন না করলেও আরেক জন ঠিকই করে দেবে। এই যে আমি স্কুলের সফটওয়্যারটি মাত্র ১০,০০০ টাকায় করে দিতে রাজি হলাম এটাই কিন্তু কাল হয়ে দাঁড়াচ্ছে পুরো মার্কেটটির জন্য। প্রচার হয়ে যাচ্ছে যে সফটওয়্যার এর দাম এমনই। কিন্তু সমস্যা হলো তাহলে আমরাই বা কি করবো? কাজ না করে হাত-পা গুটিয়ে বসে থাকবো? আমি না করলেও ঐ কাজ আরেকজন নবীন ডেভেলপার ঠিকই করে দিবে।

বড় প্রতিষ্ঠান গুলো ঠিকই টাকা ঢেলে কোয়ালিটি নিয়ে আসে কিন্তু অজস্র ছোট প্রতিষ্ঠান আছে যারা নামমাত্র মূল্যে কাজ দেয়। কাজের সময় এ্যাগ্রিমেন্ট হয়। তাতে সার্ভিসের কথা লিখতে হয়। যেনোতেনো করে কাজ করে দিলে পরে আমারেই সার্ভিস দিয়ে বেড়াতে হবে। তাই চাইলেও যেনোতেনো ভাবে কাজ করা সম্ভব না।

পাইরেটেড সফটওয়্যার এবং নবীনদের স্বল্প মূল্যে কাজ করে দেওয়াটা একটা প্রবলেম ক্রিয়েট করছে বলেই আমি মনে করছি। আরো অনেক কারণ থাকতে পারে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.