আমাদের কথা খুঁজে নিন

   

ছাব্বিশে আগস্টের শহিদ'দের জন্য এলিজি

"হরি আছেন পূর্বে, আল্লা আছেন পশ্চিমে, তুমি তোমার হৃদয় খুঁজে দেখ- করিম ও রাম উভয়েই আছেন হৃদয়ে; এ জগতের সমস্ত মানব-মানবীই তাঁর অংশ।" (সন্ত কবীরের গান; তর্জমা রবীন্দ্রনাথ ঠাকুর) ‘হে নাক-সিটকানো পাতি-বুর্জোয়া শিল্প-খরিদ্দার! তবে স্লোগানই হোক এ সময়ের ভাষা জনগণের আদিম চিৎকার সবচেয়ে রক্তলাল কবিতার মোক্ষম অস্ত্র!’ হোসে মারিয়া সিসন্ আমিন ! তরিকুল !! সালেকীন !!! ফুলবাড়ির জমিনের দোহাই সেই জমিন থেকে তোমাদের আজো-না-শুকানো রক্তের কসমঃ "পাইপ লাইনে মন্ত্রী যাবে তেল-গ্যাস যাবে না..." আমিন ! তরিকুল !! সালেকীন !!! তোমাদের মাতা পৃথিবীর মতো পবিত্র নামের দোহাই স্বজনদের কান্নার কসমঃ "রক্ত দিব জীবন দিব তেল-গ্যাস দিব না..." একদিকে কর্পোরেট মাল্টিন্যাশনাল শুয়োরের খোঁয়ার দিন রাত ঘোঁত ঘোঁত ঘোঁত অন্যদিকে আমিন-তরিকুল-সালেকীনের হৃদয় মন্দির মাতা পৃথিবীর পবিত্র মৃত্তিকা ইতিহাস সাক্ষী জানি অনিবার্য এ-লড়াই আমরা ফুলবাড়ির দিকেই যাবো... [১এই কবিতায় কবি রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহের একটি কবিতার শেষাংশ ইচ্ছাকৃতভাবে অনুসরণ করা হয়েছে। ২ব্যবহৃত ছবিটির ফটোগ্রাফারঃ তাসলিমা আখতার লিমা।]  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.