আমাদের কথা খুঁজে নিন

   

এসলামের নামে সন্ত্রাসী

" পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু রছি"। প্রকৃত সত্য জ্ঞানের সন্ধানে---ও বিতরণে---- বর্তমানে একটা শ্রেনী আছে যারা এসলামের নামে অর্থাৎ- জিহাদের নামে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারা হয় জানেনা অথবা জেনেও না জানার ভান করে আছে। প্রকিত পক্ষে- জেহাদ আর সন্ত্রস এক বিষয় নয়, সম্পূর্ণ ভিন্ন বিষয়। জেহাদ শব্দের অর্থঃ- কোন কাজ কোরতে সবাত্মক প্রচেষ্টা করা।

অর্থাৎ জেহাদ হচ্ছে- আল্লাহর দীন বা জীবন-বিধান প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা মানুষকে মুখে বোলে, লিখে জানিয়ে, বক্তৃতা দিয়ে, যুক্তি উপস্থাপন করে, বুঝানো। জেহাদ ব্যক্তি, দল, গোষ্ঠি ইত্যাদি পর্যায়ে। কিন্তু উক্ত কাজটি অর্থাৎ আল্লাহর দীন বা জীবন-বিধান প্রতিষ্ঠার জন্য- কোন ব্যক্তি বা গোষ্ঠি বা দল যদি অস্ত্র হাতে নেয় ও তা প্রয়োগ করে তবে সেটিই হোবে- সন্ত্রাস বা সন্ত্রাসী কর্মকান্ড। এবং যা সরাসরি রাসূলাল্লাহর কাজের বিপরীত। যেমন তিনি মক্কার দীর্ঘ তের বছর শুধুই বালাগ বা মানুষকে আল্লাহর দীনে দাওয়াত দিয়েছেন।

তিনি নিজে ও তাঁর আসহাবগণ নির্মমভাবে নির্যাতীত হওয়ার পরেও অস্ত্র হাতে তুলে নেন নাই, অথচ তখনকার সময়ে আরবের সবার ঘরে ঘরেই অস্ত্র থাকতো। তাহোলে যারা এসলামের নামে ও জেহাদের নামে সন্ত্রাসী কর্মকান্ড কোরে বেড়ায় তারা সরাসরি রাসূলাল্লাহর বিরোধীতা কোরলো কেননা রাসূল যে কাজটি করেননি তারা সেই কাজটিই কোরছে। কিন্তু দেখা যায় আল্লাহর রাসূলও যুদ্ধ কোরেছেন, তাহোলে সেটি কি? হ্যাঁ রাসূলাল্লাহ যে যুদ্ধ কোরেছেন সেটি এসলামের ভাষায় হোল 'কেতাল'। যেটি শুধুমাত্র রাষ্ট্রিয় পর্যায়ে। তাই তিনি যখনই হেজরত কোরে মদীনায় গিয়ে এসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা কোরলেন (অবশ্য মদীনা বাসী রাসূলের কথা মেনে নিলেন) আর তখনই রাসূলের নীতিও বদলে গেলো, কেননা- কোন রাষ্ট্র কোনদিন ব্যক্তি বা দলের নীতিতে (অর্থাৎ জেহাদের নীতি,সর্বাত্মক প্রচেষ্টায়) টিকে থাকতে পারেনা।

তখন তার দরকার হবে অস্ত্রের, সৈনিকের, যুদ্ধের ও প্রশিক্ষণের। আর এ কাজটিই হলো কেতাল। যা আল্লাহ পবিত্র কোরআনে ফরয কোরে দিয়েছেন। আশা কোরছি বুঝতে পারছেন জেহাদ কি, কেতাল কি ও সন্ত্রাস কি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।