আমাদের কথা খুঁজে নিন

   

অবিশ্বাস্য ছবি যেগুলো দেখতে আলোকচিত্রের মত অথচ...

অবিশ্বাস্য ছবি যেগুলো দেখতে আলোকচিত্রের মত অথচ এগুলো কলম দিয়ে আকা। আপনার যদি মনে হয় এই অবিশ্বাস্য চিত্রগুলো ফটো, আরেকবার ভাবুনতো কেমন লাগে। এগুলো আসলে সম্ভবত বিশ্বের সবচেয়ে জটিল কলমের আঁচড়। এটা বিশ্বাস করাটা কঠিন হতে পারে অথচ নীচের ছবিগুলো আঁকা হয়েছে বল পয়েন্ট কলম দিয়ে, যেগুলো কেনা হয় ষ্ট্যাপলস্‌, ইবে, আমাজন, যে কোন অফিস সামগ্রী বিক্রয় এমন দোকান থেকে। ছবিগুলো আঁকে পর্তুগাল-ভিত্তিক অ্যাটর্নি স্যামুয়েল সিলভা, তিনি তাঁর শিল্পগুলো কে শখ হিসাবে দেখেন।

সুমাত্রা টাইগার, এটি আঁকতে লেগেছিল ২০ ঘণ্টা। অবশ্য এটি কোন সাধারণ শখ নয়, কখনও কখনও তিনি একটি কাজের জন্য ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যয় করেছেন। সিলভা এঁকেছে বন্যপ্রাণী চিত্র, "Girl with a Pearl Earring"-আর এটি হুবুহু এঁকেছিল বলপয়েন্ট কলম দিয়ে। বিখ্যাত ডাচ শিল্পী জনস ভার্মীর আঁকা মহান শিল্পকর্ম "Girl with a Pearl Earring" এবং ছবিগুলো এত সুক্ষ্মভাবে এঁকেছিল যে মূল ছবিগুলো থেকে এদের পার্থক্য নিরূপণ করা অনেক কঠিন হয়ে পড়েছিল। রাশিয়ান ফটোগ্রাফার ক্রিস্টিনা তারাইনার "লালচুলের বালিকা" ছবিটি আকঁতে ২৯ বছর বয়সী সিলভার লেগেছিলো ৩০ ঘণ্টা, আর এতে ৬টি ভিন্ন রঙয়ের বল পয়েন্ট ব্যবহার করেন।

ছবিকে প্রাণবন্ত করে তোলার জন্য তিনি অতিরিক্ত হিউ এবং ডেপত বাদ দিতে দুই বা ততোধিক সেইড ব্যবহার করেন। ডেইলি মেইল থেকে নেওয়া। লিঙ্কটি এখানে দেখুন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.