আমাদের কথা খুঁজে নিন

   

অবিশ্বাস্য প্রতারণা



প্রতিদিনের মতো সেদিনও রাত নয়টার দিকে গুলিস্তান মোড় হয়ে আমার নিবাস সূর্যসেন হলে ফিরছিলাম। স্বাভাবিক নিয়মেই চলছে গুলিস্তানের হৈচৈ, হকারদের লেন এশশো (নেন একশ) মার্কা পরিবেশ কাঁপানো খিস্তিখেউর, জ্যাম, ধুলোবালি, ভিুকের উৎপাত, গোলাপ শাহ মাজারে স্তুতি দিতে আসা ভক্তদের বৈচিত্রময় সব কর্মকান্ড। আশপাশে ভ্রুপে না করেই পায়ে হেটে আমি সামনে এগুচ্ছি। আন্ডারগ্রাউন্ড মার্কেট হয়ে মাজার মোড় পার হয়ে টেলিফোন একচেক্স ভবনের সামনে আসার পর প্রায় শ খানেক লোকেরএকটি বিশাল জটলা দেখলাম। জটলার মাঝখানে মাঝ বসয়ী এক লোককে এ সময় ‘হায় খোদা! আমার সব নিয়ে গেল’ বলে আকাশ কাঁপানো বিলাপের পর অজ্ঞান হয়ে দাঁড়ানো থেকে পড়ে যেতে দেখলাম।

এখানে এমন জটলা অহরহ হয়। কেননা, গুলিস্তানে নিত্যনৈমিত্তিক এমন জটলার জন্য বিখ্যাত। অভিজ্ঞ যে কেউ মাত্রই জানেন, এখানে ২০০ টাকায় মোবাইল, ৫০ টাকায় ঘড়ি, ১০০ টাকায় লুঙ্গি, শার্ট বা জুতা যেমন পাওয়া যায়। তেমনি ২০ টাকায় ১ ঘন্টার মধ্যে যৌন শক্তিবর্ধক চিকিৎসা বা কিডনি রোগের ঔষধ, নখ কাটার ব্লেড, নালার উপর ভাতের রেস্টুরেন্ট বা চুলের জেলসহ সব কিছু নিয়েই জটলা বাঁধতে দেখা যায়। প্রথমে জটলার প্রতি কোন ধরনের আগ্রহ ছিলনা।

কিন্তু একটু পরেই কি চিন্তা করে কেন যেন বিষয়টি জানার জন্য জটলার কাছে ঘেষলাম। তাছাড়া লোকটির পড়ে যাওয়া স্বাভাবিক ছিলনা বলেও মনে হয়েছে। কিছুণ দাঁড়ানোর পর যা শুনলাম, তা একদিকে যেমন অবিশ্বাস্য অন্যদিকে যেমনিই দু:খজনক। ঘটনার সারমর্ম মোটামুটি এ রকম, ‘অজ্ঞান হওয়া ব্যক্তি সিরাজগঞ্জের একজন কাপড় ব্যবসায়ী । নগদ ২ল টাকা নিয়ে তিনি ঢাকা এসেছেন তার দোকানের মাল কেনার জন্য।

গুলিস্তান মোড়ে সদর ঘাটে যাওয়ার গাড়ির জন্য অপো করছিলেন। এ সময় তার পাশে বাচ্চা কোলে দাঁড়ানো এক সুন্দরী মহিলা তার পরণের শাড়ির মুল ভাঁজ (গিট) খুলে যাওয়ার অজুহাত দেখিয়ে অনুনয় বিনয় করে লোকটির কাছে কোলের বাচ্চাটিকে একটু ধরার জন্য অনুরোধ করল । লোকটি বাচ্চাটিকে কোলে নিলে মহিলা শাড়ির গিটটি ঠিক করে হাটতে পারবেন বলে জানান। অনেকটা মানবিক দিক বিবেচনা করে ব্যবসায়ী লোকটি যখন বাচ্চাটি কোলে নিলেন । ঠিক তখন মহিলাটি ওরে বাবারে! ওরে মারে! বলে চিৎকার শুরু করল।

এ সময় চারদিক থেকে শ খানেক লোক জমায়েত হলে মহিলা তাদেরকে বলল, “বাচ্চা কোলে নিয়ে দাঁড়ানো লোকটি তার স্বামী। তিন বছর আগে লোকটি বিভিন্ন লোভ দেখিয়ে এ মহিলাকে বিয়ে করার পর পালিয়ে ঢাকা চলে আসে। এরপর থেকে তার কোনো খোঁজÑখবর নেই। কোলের বাচ্চাটি লোকটিরই ঔরষজাত । আজ লোকটির সন্ধান পাওয়া গেলে লোকটি তার স্ত্রী-বাচ্চাকে অস্বীকার করে আবার পালানোর চেষ্টা করছে’ বলে অভিযোগ তুলে মহিলা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উপস্থিত লোকদের কাছে এর বিচার চাইতে থাকে।

এ সময় লোকটিকে আত্মপ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই ঝটলার ভেতরেরই কয়েকজন লোক পুলিশে দেয়ার কথা বলে পাশে নিয়ে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইলসহ মুল্যবান সব কিছু কেড়ে নিয়ে তাকে কী যেন একটা শুকিয়ে দিয়ে রাস্তার পাশে ফেলে চলে যায়। পথচারীরা তাকে ধরে পাশের মার্কেটে নিয়ে ফ্যানের নিচে শুইয়ে মাথায় পানি ঢাললে একটু পর তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পরপরই তিনি ঘটনাস্থলে ছুটে আসে। ততণে সুন্দরী মহিলা, ফুটফুটে বাচ্চা, টাকা হাতিয়ে নেয়া পুরো চক্রটিই লাপাত্তা। এসে কাউকে না পেয়ে হাউমাউ করে বুক চাপড়িয়ে কাঁদতে কাঁদতে আবার মুর্চা যান।

এই হলো সংেেপ পুরো ঘটনা। প্রতিদিন আমরা অসংখ্য লোক গুলিস্তানের উপর দিয়ে চলাচল করি। যাতায়াতের সময় আমরা স্থানটিতে বিভিন্ন শ্রেনী-পেশা, ধর্মÑবর্ণসহ নানা ধরনের মানুষ দেখি। ‘বাহিরের অবয়বে সবাইকে মানুষ হিসেবে দেখলেও রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টের মতো এখানেও অসংখ্য অমানুষ বিভিন্ন ধান্ধার উদ্দেশ্যে ঘাপটি মেরে বসে থাকে। ’ উপরে বর্ণিত ঘটনার বিচারে বাক্যটি ভুল বলিনি বলে আমার মতো অনেকেই মত দিবেন।

গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনা অহরহ ঘটলেও পুরো বিষয়টিই আমার কাছে অবিশ্বাস্য ঠেকছে। বিষয়টি নিয়ে হলের এক বড় ভাইয়ের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘ধান্ধাবাজÑপ্রতারক এ শ্রেনীর একটি বড় চক্র রয়েছে। সংঙ্ঘবদ্ধ হয়ে অত্যন্ত পরিকল্পিত উপায়ে দীর্ঘ সময় ধরে টার্গেটকে নজরদারিতে রেখে চক্রটি এমন অবিশ্বাস্য সব অপরাধ ঘটিয়ে থাকে। টার্গেটকে সহজে বশে আনার জন্য এরা কম বয়সী সুন্দরী যুবতী মেয়েদের ব্যবহার করে থাকে। গুলিস্তানে এ চক্রটি প্রায়ই এমন ঘটনা ঘটিয়ে থাকে ।

এদের বিষয়ে অনেক েেত্র আইন-শৃংখলা বাহিনীও অবগত রয়েছে বলেও জানান তিনি। এমন ঘটনা আমার জন্য নতুন হলেও ব্লগারদের মধ্যে অনেকেই হয়তো এর চেয়েও ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। এমন অভিজ্ঞতা আপনাদের ঝুঁলিতে থাকলে দয়া করে ব্লগে শেয়ার করুণ। এমন অপ্রত্যাশিত ঘটনার হাত থেকে বাঁচার জন্য মানবিক দিক বিবেচনা করে সচেতনতা ও সতর্কতার বিকল্প নেই বলে আমি মনে করি। প্রিয় পাঠক বিয়ষটি অন্যের সঙ্গে শেয়ার করুন।

অপ্রত্যাশিত তির হাত থেকে নিজে বাঁচুন অন্যকে বাঁচাতে সাহায্য করুন। জনসচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসুন। সম্পদ ও জীবন হানি থেকে সতর্ক হোন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.