আমাদের কথা খুঁজে নিন

   

উফফ অসহ্য

লিবিয়ায স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক। আমার এক পরিচিত সাংবাদিক আছে তার সঙ্গে আমার জীবনে একবারই দেখা হয়েছিল । খুব অল্প কিছুদিন হল তিনি এ লাইনে এসেছেন । আজ তার কথা বলি..... তিনি প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এর একটা সাক্ষাৎকার নিয়েছিলেন । আর লেখকের হঠাৎ মৃত্যুতে তার সাপে বর হয়েছে ।

তিনি সেই সাক্ষাৎকার পত্রিকায় ছেপেছেন ,কোথাও বিশেষ সংখ্যায় দিয়েছেন ,তবে সবচেয়ে বিরক্তিকর হল প্রতিদিন তিনি ফেসবুকে এটার আপডেট দেন । লেখকের সগ্ঙে যতগুলো ছবি তুলেছেন সেখান থেকে প্রতিদিন তিনি ছবি লোড করন । পারলে বিভিন্ন জায়গা থেকে হয়ত ধার করতেন । অত্যাচারের সেই যে শুরু এখনও চলছে । আমি এটা নিয়ে লিখছি কারন ঐ নব্য সাংবাদিক আমার ফেসবুক বন্ধু ।

একই কাসুন্দি প্রতিদিন !! আরে ভাই আমি জেনেছি আপনি এহেন অসাধ্য কর্মটি করেছেন কিন্তু বিজ্ঞাপন তো এতো দেয়ার দরকার নেই । আমার সাংবাদিক বন্ধু আদিত্য আরাফাত হুমায়ূন আহমেদ এর মৃত্যু পর ওর স্ট্যাটাস দিয়েছিল , এবার কিছু কিছু সাংবাদিক হুমায়ূন আহমেদ এর সাক্ষাৎকার ছাপাবে আর অপ্রকাশিত বলে চালিয়ে দিবে । আদিত্য তুমি ঠিকই বলেছ। নব্য সাংবাদিক ভাই নিজের ঢোল অনেক পিটিয়েছেন এবার অফ যান .... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।